Tripura : ফুল ঝাড়ুর চাহিদার তুলনায় যোগান কম : U Bangla TV

Tripura : ফুল ঝাড়ুর চাহিদার তুলনায় যোগান কম : U Bangla TV

Jan 31, 2024 - 13:05
 0  8

ফুল ঝাড়ু বাড়িঘরের গৃহিণীদের কাছে অত্যন্ত প্রয়োজনীয় সামগ্রী। এই ফুল ঝাড়ুর প্রভাব বিন্দু মাত্র ও হ্রাস পায়নি বর্তমান বিজ্ঞান যুগেও, উপরন্তু এই ফুল ঝাড়ুর কদর দিন-দিন বৃদ্ধি পাচ্ছে। ত্রিপুরায় চাহিদা মিটিয়ে ফুল ঝাড়ু পাড়ি দিচ্ছে এবার বহিঃ রাজ্যেও। ফুল ঝাড়ু মূলত ত্রিপুরার একটি বনজ সম্পদ। বিশেষ করে খোয়াই ত্রিপুরা জেলা তেলিয়ামুড়া ১৮ মুড়া পাহাড়ের ৪৩ মাইল এলাকার উপজাতি জুমিয়ারা বনাঞ্চল থেকে ফুল ঝাড়ু সংগ্রহ করে গ্রাম কিংবা শহরের বাজার গুলোতে বাজারজাত করে আসছে। এই ফুল ঝাড়ু বর্তমানে জুমিয়ারা কষ্ট করে বাজারজাত করলেও ন্যায্য মূল্য পায়না। এক ফুল ঝাড়ু বিক্রেতা জানিয়েছেন, ফুল ঝাড়ু ব্যাবসা মূলত দুই থেকে আড়াই মাস ধরে চলে, জুমিয়ারা প্রতি ফুল ঝাড়ু ২৫ টাকা দরে বিক্রি করে শহরের ব্যাবসায়ীদের কাছে। এবার শহরের ব্যাবসায়ীরা সেই ফুল ঝাড়ু বিক্রি করছে চড়াদামে, যা মানুষের ক্রয় করার ক্ষমতার বাইরে। জানা গেছে, বনদপ্তর এই বনজ সম্পদের উপর কোনো কর আরোপ করে না। যার ফলে শহরের ব্যাবসায়ীরা এই ফুল ঝাড়ু ব্যাবসা করছে যে যার মতো করে। #tripura #tripuranews #newstoday #banglanews  @ubanglatvofficial 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow