Tripura : প্রধানমন্ত্রীর হাত ধরে শস্য ভাণ্ডারের উদ্বোধন : U Bangla TV
Tripura : প্রধানমন্ত্রীর হাত ধরে শস্য ভাণ্ডারের উদ্বোধন : U Bangla TV
১৯৮০ সালে গোমতী ত্রিপুরা জেলা উদয়পুর খিলপাড়া প্যাক্সের কাজ শুরু হয়।আজ প্রায় ৪৩ বছর হতে যাচ্ছে এই প্যাক্সের । আজকের এই দিনে ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশের ১৩ টি রাজ্যের,১৩ টি জেলার, ১৩ টি প্যাক্সের মধ্যে শস্য ভান্ডার ঘরে তোলার জন্য ৪৩৭ কোটি টাকা ব্যায়ে শনিবার ভার্চুয়ালের মাধ্যমে এর উদ্ধোধন করেন। তার মধ্যে গোমতী ত্রিপুরা জেলা উদয়পুর খিলপাড়া প্যাক্সের আওতায় এই শস্য ভান্ডার গড়ে তোলা হয়েছে। যার খরচ হয়েছে ১ কোটি ৮৫ লক্ষ টাকা জানিয়েছেন ত্রিপুরার অর্থ দপ্তরের মন্ত্রী প্রনজিৎ সিংহ রায়। তিনি আরো বলেন, গোমতী ত্রিপুরা জেলা উদয়পুরে শষ্যভান্ডার গড়ে তোলার ফলে এলাকার জনগনের বিশেষ করে কৃষকরা খুবই উপকৃত হবেন। দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও ত্রিপুরার মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহার প্রচেষ্টায় উদয়পুর খিলপাড়ায় এই শস্য ভান্ডার গড়ে তোলার জন্য ত্রিপুরার অর্থ দপ্তরের মন্ত্রী প্রনজিৎ সিংহ রায় দেশের প্রধানমন্ত্রী ও ত্রিপুরার মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছেন। #tripura #tripuranews #newstoday #banglanews @ubanglatvofficial
What's Your Reaction?