Tripura : পাহাড়ে উন্নয়ন পরিদর্শনে ত্রিপুরার কৃষি ও বিদ্যুৎ মন্ত্রী রতন লাল নাথ : U Bangla TV
Tripura : পাহাড়ে উন্নয়ন পরিদর্শনে ত্রিপুরার কৃষি ও বিদ্যুৎ মন্ত্রী রতন লাল নাথ : U Bangla TV
পাহাড়ে উন্নয়ন পরিদর্শনে ত্রিপুরার কৃষি ও বিদ্যুৎ মন্ত্রী রতন লাল নাথ!সৌর শক্তির মাধ্যমে কিভাবে কৃষকদের জল সরবরাহ করা যায় সেটা সরেজমিনে খতিয়ে দেখতে খোয়াই ত্রিপুরা জেলা মুঙ্গিয়াকামী আর. ডি. ব্লকের অন্তর্গত নোনাছড়া এডিসি ভিলেজের তুইকল এলাকা এবং ধলাই ত্রিপুরা জেলা আমবাসা আর. ডি. ব্লকের অন্তর্গত কলমছড়া এলাকায় ছুটে গেলেন ত্রিপুরার কৃষি ও বিদ্যুৎ দপ্তরের মন্ত্রী রতন লাল নাথ। পাহাড়ি এলাকার ক্ষুদ্র ক্ষুদ্র জনপদে বিদ্যুৎ সংযোগ পৌঁছানো সম্ভব হচ্ছিল না। ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পরিকল্পনা অনুযায়ী কেন্দ্রীয় সরকারের পি.এম কুসুম প্রকল্প চালু করে এই ধরনের ক্ষুদ্র ক্ষুদ্র জনপদে সৌর শক্তির মাধ্যমে সূর্য কিরণ থেকে বিদ্যুৎ উৎপাদনের ব্যবস্থা গ্রহণ করে। এর মাধ্যমে সেচের জলের পাশাপাশি পানীয় জলের ব্যবস্থা ও করা হচ্ছে। গত ছয় বছরে ত্রিপুরার ২১৬ টি পরিবারকে পি.এম কুসুম স্কিমে এই ব্যবস্থার আওতায় আনা হয়েছে বলে জানিয়েছেন ত্রিপুরার কৃষি ও বিদ্যুৎ মন্ত্রী রতন লাল নাথ। এই পরিদর্শনকালে মন্ত্রী রতন লাল নাথের সাথে উপস্থিত ছিলেন ত্রিপুরার জনজাতি কল্যাণ দপ্তরের মন্ত্রী বিকাশ দেববর্মা সহ অন্যান্যরা।#tripura #tripuranews #newstoday #banglanews @ubanglatvofficial
What's Your Reaction?