Tripura : নির্মিত নতুন রাস্তার বেহাল অবস্থায় ইঞ্জিনিয়ার এর বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ : U Bangla TV
Tripura : নির্মিত নতুন রাস্তার বেহাল অবস্থায় ইঞ্জিনিয়ার এর বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ : U Bangla TV
গত ২০২২-২০২৩ অর্থবছরে দক্ষিণ ত্রিপুরা জেলা সাব্রুম সাতচাঁদ আর.ডি.ব্লকের উদ্যোগে, সাব্রুম-আগরতলা জাতীয় সড়কের পাশে, পশ্চিম হরিনা গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত তিন নং ওয়ার্ডের নান্টু নাথ পাড়া (ফার্মটিলা) এলাকায়-- অবসরপ্রাপ্ত শিক্ষক প্রমতোষ আচার্যীর বাড়ি থেকে হরিনা-থাইবুং রিং রোডের বেহাল রাস্তার সংস্কারের কাজের দায়িত্ব পেয়েছিলেন --টেকনিক্যাল ইঞ্জিনিয়ার হেমেন্দ্র ত্রিপুরা। এক বছর যেতে না যেতেই সেই রাস্তার অবস্থা বর্তমানে আবার বেহাল দশায় পরিণত হয়েছে। এলাকার শুভবুদ্ধি মহল এবং সাধারণ লোকজনদের বহু অভিযোগের ভিত্তিতে তদন্তে উঠে আসে -- নিম্নমানের সি.সি.রোড হয়েছে। এলাকার জনগণের অভিযোগ, এতটাই নিম্নমানের সি.সি.রোড তৈরি হয়েছে যে --রাস্তার উপর থেকে সব স্টোন, পাথর এবং রড বেরিয়ে পড়ছে। এলাকার লোকজনদের অভিযোগ, রাস্তা নির্মাণের দায়িত্বে থাকা ওই টেকনিক্যাল ইঞ্জিনিয়ার হেমেন্দ্র ত্রিপুরা চার লক্ষ টাকার কাজ ২ লক্ষ ৫০ হাজার টাকার মধ্যে শেষ করে নেন। এলাকার লোকজনদের আরো অভিযোগ-- ইঞ্জিনিয়ার হেমেন্দ্র ত্রিপুরা রাস্তায় সিমেন্ট,রড,পাথর খুবই কম পরিমাণে দিয়ে শুধুমাত্র বালি দিয়েই ৬০০ মিটারের সি.সি.রোডটির কাজ সমাপ্ত করে চলে যান। যার ফলে ভোগান্তির শিকার হচ্ছেন সাধারণ জনগণ। এই রাস্তা নির্মাণ নিয়ে ব্লক আধিকারিকের সাথে যোগাযোগ করলে তারা জানান, ইঞ্জিনিয়ার হেমেন্দ্র ত্রিপুরা কে নিজের পকেট থেকে পুনরায় সি.সি. রোডটি সংস্কার করতে হবে। #tripura # tripuranews #newstoday #banglanews @ubanglatvofficial
What's Your Reaction?