Tripura : দেড় লক্ষ টাকার বিনিময়ে গাঁজা পাচার করতে গিয়ে গাড়ি সহ আটক গাড়ি চালক : U Bangla TV
Tripura : দেড় লক্ষ টাকার বিনিময়ে গাঁজা পাচার করতে গিয়ে গাড়ি সহ আটক গাড়ি চালক : U Bangla TV
দেড় লক্ষ টাকার বিনিময়ে বহি:রাজ্যে গাঁজা পাচার করতে গিয়ে গাড়ি সহ আটক গাড়ি চালক সুরজিৎ মজুমদার! কথায় আছে "লোভে পাপ,পাপে মৃত্যু ",আর এই পাপের ফলে নিজের সর্বনাশ নিজেই ডেকে আনলো গাড়ি চালক তথা গাঁজা পাচারকারী সুরজিৎ মজুমদার।দেড় লক্ষ টাকার বিনিময়ে আগরতলা থেকে শিলং- এ গাঁজা পাচার করতে গিয়ে উত্তর ত্রিপুরা জেলা চুরাইবাড়ি পুলিশের জালে ধরা পড়লো চালক সুরজিৎ মজুমদার সহ গাঁজা বোঝাই লরি। আগরতলা থেকে শিলং যাওয়ার উদ্দেশ্যে চুরাইবাড়ি পুলিশের নাকা পয়েন্টে আসে TR01AQ-1928 নম্বরের একটি খালি গাড়ি। অবশ্য এর পূর্বে থানার সেকেন্ড ওসি বিশ্বজিৎ দাসের নিকট গোপন খবর আসে বারো চাকার খালি একটি লরিতে করে গাঁজা পাচার হবে বহিঃরাজ্যে।সেই মোতাবেক চুরাইবাড়ি থানার বিশাল পুলিশ বাহিনী নাকা পয়েন্টে ওৎ পেতে বসে থাকে।এমন সময় গাড়িটি থানার সম্মুখে আসতেই গাড়িটিতে তল্লাশি করতেই গাড়িটির গোপন কেভিন থেকে ১১০ কেজি গাঁজা উদ্ধার করা হয়। এরপর অভিযুক্ত গাড়ি চালকের কথা অনুসারে গাড়িটির অপর একটি গোপন কেভিন থেকে আরো ১৪০ কেজি গাঁজা উদ্ধার করা হয়।সব মিলিয়ে সাতচল্লিশ পেকেটে মোট ২৫০ কেজি গাঁজা জব্দ করা হয়,যার কালোবাজারি মূল্য পঞ্চাশ লক্ষ টাকা বলে জানিয়েছে পুলিশ।আটক করা হয়েছে অভিযুক্ত গাঁজা পাচারকারী তথা চালক ৩৮ বছরের সুরজিৎ মজুমদার'কে,পিতার নাম - নারায়ন মজুমদার।ধৃতের বাড়ি আগরতলার নরসিংগড় ৩নং ওয়ার্ড এলাকায়। অভিযুক্ত চালক তথা গাঁজা পাচারকারী সুরজিৎ মজুমদারের বিরুদ্ধে স্থানীয় থানায় ৬৮/২৩ নম্বরে একটি এনডিপিএস আইনে মামলা রুজু করা হয়েছে। পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে জানায়,দেড় লক্ষ টাকার বিনিময়ে এই গাঁজা গুলো শিলং নিয়ে যাচ্ছিল #tripura #tripuranews #banglanews #newstoday @ubanglatvofficial
What's Your Reaction?