Tripura : তোলপাড় ত্রিপুরা বিধানসভা

Tripura : তোলপাড় ত্রিপুরা বিধানসভা

Jul 13, 2023 - 17:20
 0  2

চাকরিচ্যুত ১০,হাজার ৩২৩ শিক্ষক নিয়ে ত্রিপুরা বিধানসভায় তোলপাড়!

ত্রয়োদশ ত্রিপুরা বিধানসভার দ্বিতীয় অধিবেশনের তৃতীয় দিনে ত্রিপুরার বিরোধী দলনেতা অনিমেষ দেববর্মা ১০ হাজার ৩২৩ চাকরিচ্যুত শিক্ষকদের প্রসঙ্গ নিয়ে সরব হন। বিরোধী দেলনেতা অনিমেষ দেববর্মা বলেন,১০ হাজার ৩২৩ চাকরিচ্যুত শিক্ষকদের পুনর্বহাল করা হবে কিনা এবিষয়টি ত্রিপুরার মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা পরিষ্কার করে বলুন। জবাবে ত্রিপুরার মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা বলেন, এখানে শিক্ষা দপ্তরের শিক্ষক নিয়োগ এবং শিক্ষক স্বল্পতা নিয়ে আলোচনা হচ্ছে। মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহার এই কথার পর বিরোধী সদস্যরাও ত্রিপুরা বিধানসভায় সরব হন। ত্রিপুরা বিধানসভায় মুখ্যমন্ত্রী ও বিরোধী সদস্যদের মধ্যে বিতর্ক বেঁধে যায় ও কিছু সময় হট্টগোল হয়। ত্রিপুরার মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা বলে উঠেন,চাকরিচ্যুত ১০ হাজার ৩২৩ শিক্ষকদের নিয়ে সিপিআইএম বিধায়কদের জবাব চাইবার অধিকার নেই। ত্রিপুরায় শিক্ষকের স্বল্পতা প্রসঙ্গে বিরোধী দলনেতা অনিমেষ দেববর্মা আরো বলেন, প্রধান শিক্ষক পদে প্রমোশন বন্ধ। ডেজিগণেটেড প্রধান শিক্ষক দিয়ে স্কুল চালানো হচ্ছে। #breakingnews #newstoday #banglanews #tripura #tripuranews  @ubanglatvofficial 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow