Tripura : তীব্র গরমে ছাতা হাতে নিয়ে ছাত্র-ছাত্রী সহ শিক্ষক-শিক্ষিকাদের বিক্ষোভ
Tripura : তীব্র গরমে ছাতা হাতে নিয়ে ছাত্র-ছাত্রী সহ শিক্ষক-শিক্ষিকাদের বিক্ষোভ
তীব্র দাবদহ গরমে ছাতা হাতে নিয়ে ছাত্র-ছাত্রী সহ শিক্ষক-শিক্ষিকাদের সড়ক অবরোধ করে বিক্ষোভ! আগরতলার সখীচরন বিদ্যানিকেতনের সামনে প্রতিদিন যানজট লেগে থাকে বলে ছাত্র-ছাত্রীসহ শিক্ষক-শিক্ষিকাদের অভিযোগ। বিদ্যালয়ের সামনে যানজট লেগে থাকার কারণে ছাত্র-ছাত্রীসহ শিক্ষক-শিক্ষিকাদের বিদ্যালয়ে আসতে এবং বিদ্যালয় ছুটি হওয়ার পর বাড়ি যেতে প্রচন্ড অসুবিধার সম্মুখীন হতে হচ্ছে বলে অভিযোগ। তাই মঙ্গলবার ক্ষুব্ধ হয়ে ছাত্র-ছাত্রী সহ শিক্ষক-শিক্ষিকারা প্রচন্ড কাঠফাটা রৌদ্রে তীব্র দাবদাহ গরমের মধ্যে ছাতা হাতে নিয়ে সড়ক অবরোধ করে বিক্ষোভ করতে থাকে। বিদ্যালয়ের সামনে থেকে এই যানজটের সমস্যার সমাধানের জন্য ত্রিপুরা ট্রাফিক দপ্তর থেকে শুরু করে ব্যবসায়ীদের বারবার জানানোর পরেও তারা শিক্ষক-শিকিকা সহ ছাত্র-ছাত্রীদের কোন কথাই কর্ণপাত করছে না বলে অভিযোগ। বিদ্যালয়ের ছাত্র-ছাত্রী সহ শিক্ষক-শিক্ষিকারা হুঁশিয়ারি দিয়েছে যদি আগরতলা সখীচরণ বিদ্যানিকেতনের সামনে থেকে এই যানজট না কমে তাহলে তারা প্রতিদিন সড়ক অবরোধ করে আন্দোলনে নামবে। এখন দেখার বিষয় ত্রিপুরা ট্রাফিক দপ্তর আগরতলা সখীচরন বিদ্যানিকেতনের সামনে থেকে যানজট কমাতে কি উদ্যোগ গ্রহণ করে? #tripura #tripuranews #tripuradailynews #banglanews #bengalinews #bengalinewslive #kolkatanews #westbengalnews #breakingnews #newstoday #newslive #viralnews @ubanglatvofficial
What's Your Reaction?