Tripura : জাতীয় বিজ্ঞান দিবস উপলক্ষে আগরতলা শহরের রাজপথে এক বর্ণাঢ্য শোভাযাত্রা : U Bangla TV

Tripura : জাতীয় বিজ্ঞান দিবস উপলক্ষে আগরতলা শহরের রাজপথে এক বর্ণাঢ্য শোভাযাত্রা : U Bangla TV

Feb 28, 2024 - 16:19
 0  2

ত্রিপুরা স্টেট কাউন্সিল ফর সায়েন্স টেকনোলজি এবং স্বাস্থ্য দপ্তরের যৌথ উদ্যোগে বুধবার জাতীয় বিজ্ঞান দিবস উদযাপন করা হয় আগরতলা সুকান্ত একাডেমিতে। সেখানে অনুষ্ঠান শেষে আগরতলা শহরের রাজপথে এক সুবিশাল বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করা হয়। এই শোভাযাত্রায় অংশগ্রহণ করেন ত্রিপুরার বিজ্ঞান ও প্রযুক্তি দপ্তরের মন্ত্রী প্রনজিৎ সিংহ রায়। উপস্থিত ছিলেন ত্রিপুরার স্বাস্থ্য দপ্তরের সচিব কিরণ গিত্যে, ত্রিপুরার বিজ্ঞান ও প্রযুক্তি দপ্তরের সচিব ড: কে. শশী কুমার সহ প্রচুর ছাত্র-ছাত্রীরা। বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী প্রনজিৎ সিংহ রায় বলেন,ভারতীয় পদার্থবিজ্ঞানী স্যার চন্দ্রশেখর ভেঙ্কটা রমনের রমন প্রভাব আবিষ্কারের জন্য প্রতি বছর ২৮ শে ফেব্রুয়ারি ভারতে জাতীয় বিজ্ঞান দিবস পালিত হয়। তিনি ২৮ ফেব্রুয়ারি ১৯২৮ সালে রমন প্রভাব আবিষ্কার করেন এবং এই আবিষ্কারের জন্য তিনি ১৯৩০ সালে পদার্থবিজ্ঞানে নোবেল পুরস্কারে ভূষিত হন। #tripura #tripuranews #newstoday #banglanews  @ubanglatvofficial 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow