Tripura : ছেলের দুষ্টুমিতে নির্মম সাজা দিলো মা : U Bangla TV

Tripura : ছেলের দুষ্টুমিতে নির্মম সাজা দিলো মা : U Bangla TV

Jun 11, 2024 - 17:24
 0  4

ছোট্ট পার্বত্য ত্রিপুরার রাজধানী আগরতলা শহরের পশ্চিম জয়নগর এলাকায় এক চাঞ্চল্যকর ঘটনার সাক্ষী রইল গোটা আগরতলাবাসী। বন্ধ করে নিজের ৮ বছরের নাবালক ছেলেকে পিটিয়ে গলা টিপে হত্যা করল জন্মদাত্রী মা। মৃত নাবালকের নাম রাজদীপ গোয়ালা, বয়স ৮। নাবালক ছেলে হত্যাকারী জন্মদাত্রী মা সুপ্রভা গোয়ালাকে গ্রেফতার করেছে আগরতলা পশ্চিম মহিলা থানার পুলিশ। বর্তমানে আগরতলা পশ্চিম মহিলা থানার হাজতে রয়েছেন হত্যাকারী জন্মদাত্রী মা সুপ্রভা গোয়ালা। এলাকাবাসীর সূত্রে জানা গেছে, রাম গোয়ালা নামে এক শ্রমিক আজ থেকে ১০ বছর আগে সুপ্রভা গোয়ালাকে বিয়ে করেছিল। তারপর তাদের সংসারে একটি পুত্র সন্তান জন্ম নেয়। সন্তানটির নাম রাখা হয় রাজদীপ গোয়ালা। সন্তান জন্ম নিতেই স্বামী-স্ত্রীর মধ্যে কোন একটি বিষয় নিয়ে বচসা বাঁধে। আর এই বচসার জেরেই সন্তান ও স্ত্রীকে ফেলে রাম গোয়ালা চলে যায় নিরুদ্দেশে। পরবর্তী সময়ে সন্তানকে নিয়ে সমস্যায় পড়েছিল সুপ্রভা গোয়ালা। সন্তানের মুখের দিকে চেয়ে আগরতলা পশ্চিম জয়নগর এলাকায় বিভিন্ন বাড়িতে ভাড়া থেকে রাজ যোগালীর কাজে যোগ দেয় সুপ্রভা গোয়ালা। সম্প্রতি আগরতলা পশ্চিম জয়নগর এলাকার বাসিন্দা অজিত চৌধুরীর বাড়িতে ১৫ দিন আগে ভাড়াটিয়া হিসেবে এসেছিল সুপ্রভা গোয়ালা। রবিবার রাতে কাজ সেরে বাড়িতে আসে সুপ্রভা। সেসময় মা-কে আগলে ধরে দুষ্টুমি করছিল ৮ বছরের ছেলে রাজদীপ গোয়ালা। এনিয়ে ছেলেকে বেদম মারধর করেছিল সুপ্রভা। সোমবার সন্ধ্যায় ও ছেলে দুষ্টামি করায় ঘরের দরজা বন্ধ করে ছেলেকে বেদম মারতে থাকে সুপ্রভা গোয়ালা। ৮ বছরের ছেলেকে মারতে মারতে গলা টিপে হত্যা করল জন্মদাত্রী মা সুপ্রভা গোয়ালা। মঙ্গলবার ৮ বছরের ছেলে হত্যাকারী জন্মদাত্রী মা সুপ্রভা গোয়ালাকে আদালতে সোপার্দ করা হয়েছে। #tripura #newstoday #tripuranews #bengalinews  @ubanglatvofficial 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow