Tripura : চুরি যাওয়া মোটর বাইক উদ্ধার করে প্রকৃত মালিকদের হাতে তুলে দিল পুলিশ : U Bangla TV
Tripura : চুরি যাওয়া মোটর বাইক উদ্ধার করে প্রকৃত মালিকদের হাতে তুলে দিল পুলিশ : U Bangla TV
চুরি যাওয়া মোটর বাইক উদ্ধার করে প্রকৃত মালিকদের হাতে তুলে দিল গন্ডাছড়া থানার পুলিশ! পুলিশ তো পুলিশই। পুলিশ ইচ্ছে করলে কি না করতে পারে, তা আবারো প্রমাণ করে দেখিয়েছে ধলাই ত্রিপুরা জেলা গন্ডাছড়া থানার পুলিশ। চব্বিশ ঘন্টা গন্ডছড়া মহকুমার বিভিন্ন এলাকায় তল্লাশি চালিয়ে দুটি চুরি যাওয়া মোটর বাইক উদ্ধার করতে সক্ষম হলো পুলিশ। পরবর্তী সময়ে চুরি যাওয়া দুটি মোটর বাইক নির্দিষ্ট দুই বাইক মালিকের হাতে তুলে দেয় গন্ডাছড়া মহকুমা থানা কর্তৃপক্ষ। জানা গিয়েছে, খোয়াই ত্রিপুরা জেলা তেলিয়ামুড়া মহকুমার অন্তর্গত মুঙ্গিয়াকামি থানা এলাকার একটি গ্রাম থেকে একটি পালসার মোটর বাইক এবং এভেঞ্জার নামক দুটি মোটর বাইক চুরি হয়।উক্ত মোটর বাইক চুরির ঘটনাটির সংবাদ আসে ধলাই ত্রিপুরা জেলার গন্ডাছড়া মহকুমা থানায়। মোটর বাইক চুরির ঘটনার সংবাদ পেয়েই নড়েচড়ে বসে গন্ডাছড়া মহকুমা থানার পুলিশ। পরবর্তী সময়ে গন্ডাছড়া মহকুমা থানার ওসি পলাশ দত্ত এবং সাব ইন্সপেক্টর কাজল দেবনাথের নেতৃত্বে চুরি যাওয়া মোটর বাইকগুলি উদ্ধারের জন্য গোটা গন্ডাছড়া মহকুমায় জোরদার তল্লাশি চালিয়ে সফলতা পায় পুলিশ। গন্ডাছড়া মহকুমার একটি পরিত্যক্ত স্থান থেকে মুঙ্গিয়াকামি থেকে চুরি হওয়া দুইটি মোটর বাইক উদ্ধার করতে সক্ষম হয় পুলিশ। মোটর বাইক উদ্ধারের ঘটনার সংবাদ পেয়ে গন্ডাছড়া থানায় ছুঁটে আসে দুই মোটর বাইক মালিক। চুরি যাওয়া মোটর বাইকগুলি তুলে দেওয়া হয় দুই মালিকের হাতে। চুরি যাওয়া মোটর বাইক গুলি ফিরে পেয়ে খুশী দুই মালিক। নিজেদের চুরি যাওয়া মোটর বাইক হাতে পেয়ে পুলিশকে ধন্যবাদ জানিয়েছেন মোটর বাইক মালিকরা। #tripura #tripuranews #banglanews #newstoday @ubanglatvofficial
What's Your Reaction?