Tripura : গ্যাস এজেন্সির বিরুদ্ধে অভিযোগ : U Bangla TV |

Tripura : গ্যাস এজেন্সির বিরুদ্ধে অভিযোগ : U Bangla TV |

Feb 20, 2024 - 13:17
 0  4

এলপিজি গ্যাসের বই আপডেট করার নামে সাধারণ গ্রাহকদের কাছ থেকে ২৩৬ টাকা করে আদায় করার অভিযোগ উঠল গ্যাস এজেন্সির বিরুদ্ধে!এবার এলপিজি গ্যাস এজেন্সির পক্ষ থেকে গ্রাহকদের পকেট কাটার অভিযোগ উঠল। অভিযোগ ত্রিপুরা সদর মহকুমার অন্তর্গত সেকেরকোট স্থিত লোকনাথ এলপিজি গ্যাস এজেন্সির বিরুদ্ধে। কাঞ্চনমালা এলাকায় গ্রাহকদের বাড়ি বাড়ি গিয়ে এলপিজি গ্যাসের বই আপডেট করার নামে সাধারণ গ্রাহকদের কাছ থেকে ২৩৬ টাকা করে আদায় করে নিচ্ছে গ্যাস এজেন্সির কর্তৃপক্ষরা। লোকনাথ গ্যাস এজেন্সির পক্ষ থেকে বেশ কয়েকদিন ধরেই গ্রাহকদের বাড়ি বাড়ি গিয়ে এই প্রয়াস জারি রেখেছে বলে গ্রাহকরা জানিয়েছেন। আরো অভিযোগ উঠেছে, গ্রাহকদের কাছে টাকা না থাকলেও ২৩৬ টাকা সঙ্গে সঙ্গে দিতে একমত বাধ্য করা হয় গ্রাহকদের। মঙ্গলবার কাঞ্চনমালা এলাকার গ্রাহকরা সংবাদ মাধ্যমের দ্বারস্থ হয়ে অভিযোগ জানিয়েছেন, প্রতি মাসে তাদেরকে গ্যাস সিলিন্ডার টাকার বিনিময়ে আনতে হয়, তবে এদিকে আবার গ্যাসের বই আপডেট করতে গ্রাহকদের পকেট কাটছে এইভাবে। এলাকার এমন অনেক গ্রাহকদের কাছ থেকে এইভাবে টাকা আদায় করেছে লোকনাথ গ্যাস এজেন্সির তরফ থেকে। স্থানীয় এলাকার গ্রাহকরা জানিয়েছেন, গ্যাসের বই আপডেট করার নামে নতুন করে গ্রাহকদের পকেট কাটার একটি নতুন কৌশল। কেননা গ্যাসের বই আপডেট করা হয় কম্পিউটারের মাধ্যমে তাই সেখানে এত টাকা দেওয়ার কি মানে রয়েছে? গ্রাহকরা আরো অভিযোগ করেছেন, যারাই গ্রাহকদের বাড়ি বাড়ি গিয়ে গ্যাসের বই আপডেট করার রশিদ বিলি করছেন তারা ঘরের ভেতরে গিয়ে গ্যাস সিলিন্ডার সহ গ্যাসের চুল্লি না দেখেই আপডেট করার ফরম ফিলাপ করে দিচ্ছেন তাতে গ্রাহকদের মনে সন্দেহের সৃষ্টি হচ্ছে। তাই গ্রাহকরা সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে ত্রিপুরা সরকার এবং সংশ্লিষ্ট খাদ্য দপ্তরের কাছে দাবি জানিয়েছেন এলপিজি গ্যাসের বই যদি আপডেট করতেই হয় তাহলে সরকার এবং সংশ্লিষ্ট দপ্তর যেন বিনা পয়সায় গ্রাহকদের গ্যাসের বই আপডেট করার ব্যবস্থা করে দেয়। #tripura #banglanews #newstoday  @ubanglatvofficial 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow