Tripura : খাদ্যে বিষক্রিয়ায় হাসপাতালে ভর্তি বিএসএফ জওয়ান
Tripura : খাদ্যে বিষক্রিয়ায় হাসপাতালে ভর্তি বিএসএফ জওয়ান
মঙ্গলবার রাতের খাবার খাওয়ার পর থেকে ঊনকোটি ত্রিপুরা জেলা কৈলাসহর লাটিয়াপুড়া ১৯৯ নম্বর ব্যাটেলিয়ান বিএসএফ ক্যাম্পে প্রায় ৩০ জন বিএসএফ জওয়ান একসাথে অসুস্থ হয়ে পড়েন । বুধবার ভোর ৫টা থেকে বিএসএফ জওয়ানরা কৈলাসহর আর.জি.এম হাসপাতালে ভর্তি হতে থাকে। বর্তমানে কৈলাসহর আর.জি.এম হাসপাতালে ১৬ জন ও ঊনকোটি ত্রিপুরা জেলা হাসপাতালে ৫ জন বিএসএফ জওয়ান চিকিৎসাধীন। অসুস্থ প্রত্যেক বিএসএফ জওয়ানের ম্যালেরিয়া এবং টাইফয়েড পরীক্ষা করা হয়েছে। এরমধ্যে দু'জনের শরীরে টাইফয়েড পজিটিভ পাওয়া গিয়েছে। খাদ্যে বিষক্রিয়ার কারণে এরকম হয়েছে। ঘটনার খবর পেয়ে ফুড সেফটি অফিসার সহ অন্যান্য আধিকারিকরা বিএসএফ ক্যাম্পে গিয়ে খাবারের নমুনা সংগ্রহ করে আনেন।
#news #newstoday #tripura #foodsafetyofficer
What's Your Reaction?