Tripura : কম্পিউটার ইঞ্জিনিয়ার হতে চাই শুভ্রনীল দেবনাথ
Tripura : কম্পিউটার ইঞ্জিনিয়ার হতে চাই শুভ্রনীল দেবনাথ
২০২৩ সালের ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ পরিচালিত মাধ্যমিক পরীক্ষায় ত্রিপুরা বোর্ডে তৃতীয় স্থান দখল করে খোয়াই ত্রিপুরা জেলা তেলিয়ামুড়ার সুনাম অর্জন করল তেলিয়ামুড়া আনন্দমার্গ উচ্চ বিদ্যালয়ের কৃতি ছাত্র শুভ্রনীল দেবনাথ। মাধ্যমিক পরীক্ষায় ৪৯১ নম্বর পেয়ে অর্থাৎ ৯৮.২ শতাংশ নম্বর পেয়ে ত্রিপুরা বোর্ডে তৃতীয় স্থান দখল করলো শুভ্রনীল। বাবা সমরেন্দ্র দেবনাথ একজন p.w.d দপ্তরের কম্পিউটার অপারেটরের অস্থায়ী কর্মী। মা গৃহিণী রিতা নাথ ভৌমিক। কৃতি ছাত্র শুভ্রনীল জানায়, কম্পিউটার ইঞ্জিনিয়ার হওয়ার স্বপ্ন শুভ্রনীলের। সেদিকেই এগিয়ে যাবে তার ভবিষ্যৎ। পাশাপাশি গান-বাজনা ও ভালোবাসে শুভ্রনীল। অবসর সময়ে গান এবং তবল নিয়ে নিজেকে ব্যাস্ত রাখে শুভ্রনীল। #newstoday #news #tripura #madhyamikexam #pwd @ubanglatvofficial
What's Your Reaction?