Tripura : মকর সংক্রান্তি উপলক্ষে বাড়ির উঠোনে আলপনা আঁকতে ব্যস্ত গৃহিনীরা : U Bangla TV
Tripura : মকর সংক্রান্তি উপলক্ষে বাড়ির উঠোনে আলপনা আঁকতে ব্যস্ত গৃহিনীরা : U Bangla TV
মকর সংক্রান্তি উপলক্ষে বাড়ির উঠোনে আলপনা আঁকতে ব্যস্ত গৃহিনীরা!আর মাত্র কিছুদিনের অপেক্ষা। তারপরেই বাঙ্গালীদের একটি বিশেষ পার্বণ পৌষ সংক্রান্তি। যেটাকে মকর সংক্রান্তি বলে ও আখ্যায়িত করা হয়। সেই পৌষ সংক্রান্তি উপলক্ষে রাজ্যের প্রতিটি বাঙালির ঘরে ঘরে জোর প্রস্তুতি চালিয়েছে মহিলারা। প্রচন্ড শীতকে উপেক্ষা করেও গৃহিনীরা তাদের উঠোনে রঙ- বে-রঙের আলপনা আঁকা নিয়ে ব্যস্ত। ঠিক এমনই একটি চিত্র উঠে আসলো সিপাহীজলা ত্রিপুরা জেলা বিশালগড় এলাকা থেকে। গ্রামের মহিলারা জানিয়েছেন, এটা তাদের পূর্বপুরুষের আমল থেকেই পৌষ সংক্রান্তি উপলক্ষে প্রস্তুতি নেওয়া হয়। এই বছরও তার ব্যতিক্রম হয়নি, বেশ কয়েকদিন আগে থেকেই গ্রামের মহিলারা তাদের বাড়ির উঠোনে আলপনা আঁকা নিয়ে ব্যস্ত হয়ে পড়েছেন। পৌষ সংক্রান্তি অর্থাৎ মকর সংক্রান্তির দিনে রকমারি পিঠেপুলি সহ ভালো কিছু রান্না করে ভগবানের উদ্দেশ্যে পুজো করা হয়, এবং সেদিন সকাল থেকে প্রতি ঘরেঘরে হরির উদ্দেশ্যে নাম সংকীর্তন বের হয়। #tripura #tripuranews #banglanews #newstoday @ubanglatvofficial
What's Your Reaction?