Tripura : একসাথে মাথা লাগানো যমজ শিশু কন্যার জন্ম!
Tripura : একসাথে মাথা লাগানো যমজ শিশু কন্যার জন্ম!
গত ২৬ শে মে গোমতী ত্রিপুরা জেলার করবুক মহকুমা এলাকার বলরাম পাড়া এলাকার মথুরাম রিয়াং এর স্ত্রী রেবতী রিয়াং'কে গর্ভবতী অবস্থায় গোমতী ত্রিপুরা জেলা হাসপাতালে ভর্তি করানো হয়। গৃহবধূ রেবতী রিয়াং এর বয়স ২৫ বছর। গৃহবধূ রেবতী রিয়াং গর্ভবতী হওয়ার পর পরিবারের লোকজন কোন চিকিৎসকের পরামর্শ নেননি। পরবর্তী সময়ে গৃহবধূ রেবতী রিয়াং এর শারীরিক কিছু সমস্যা দেখা দেওয়ায় পরিবারের লোকজন তাকে গোমতী ত্রিপুরা জেলা হাসপাতালে ভর্তি করানোর ফলে স্ত্রী বিশেষজ্ঞ ডাক্তার কাজল দাস ২৫ বছরের গৃহবধূ রেবতী রিয়াং'কে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় প্রতিনিয়ত চিকিৎসা করে যাচ্ছেন । অবশেষে মঙ্গলবার ২৫ বছরের গৃহবধূ রেবতী রিয়াং'কে হাসপাতালে সিজার করানো হয়। সিজার করানোর পর জন্মের পর দেখা যায় দুইটি কন্যা সন্তানের যমজ জন্ম হয়েছে অদ্ভুত। দুটি যমজ শিশু কন্যার মাথা একসঙ্গে লাগানো।স্ত্রীরোগ বিশেষজ্ঞ চিকিৎসক ডাক্তার কাজল দাস জানান, এরকম জন্ম খুব কমই হয়।
#tripura #tripuranews #housewife #twins #twinsisters #twinsbaby
What's Your Reaction?