Tripura : ইয়াবা ট্যাবলেট সহ গ্রেফতার তিন মাদক পাচারকারী! : U Bangla T
Tripura : ইয়াবা ট্যাবলেট সহ গ্রেফতার তিন মাদক পাচারকারী! : U Bangla T
৬৬ কোটি টাকার নেশার ইয়াবা ট্যাবলেট সহ গ্রেফতার ত্রিপুরার তিন কুখ্যাত মাদক পাচারকারী!
বিপুল পরিমান মাদক সহ ত্রিপুরার পার্শ্ববর্তী রাজ্য অসমের করিমগঞ্জ থানার পুলিশের হাতে ধরা পড়ল ত্রিপুরার তিন কুখ্যাত মাদক পাচারকারী । গোপন খবরের ভিত্তিতে পুলিশের একটি দল করিমগঞ্জ শিলচর জাতীয় সড়কের লামাজুয়ার এলাকায় অভিযান চালিয়ে এই মাদক উদ্ধার সহ তিনজন কুখ্যাত মাদক পাচারকারীকে আটক করে থানায় নিয়ে আসে। এই অভিযানে ধৃত মাদক পাচারকারীদের কাছ থেকে ২ লক্ষ ২০ হাজার নেশার ইয়াবা ট্যাবলেট বাজেয়াপ্ত হয়। অসম পুলিশের আইজিপি পার্থসারথি মহন্ত এবং করিমগঞ্জের পুলিশ সুপার পার্থপ্রতিম দাসের নেতৃত্বে পুলিশের একটি দল এই অভিযান চালিয়ে সার্থকতা লাভ করে। উদ্ধারকৃত নেশা সামগ্রীগুলির কালো বাজারী মূল্য ৬৬ কোটি টাকা হবে বলে পুলিশের তরফে জানানো হয়েছে। জানা যায়, মিজোরাম থেকে একটি নম্বর বিহীন বোলেরো ক্যাম্পাস গাড়ি ত্রিপুরার দিকে আসছিল।গাড়িটি শিলচর জাতীয় সড়কের লামাজুয়ার এলাকায় আসার পর পুলিশ গাড়িটিকে আটক করে তল্লাশি চালিয়ে গাড়িটির পেছনের লাইটের ভেতরে লুকানো অবস্থায় ২ লক্ষ ২০ হাজার নেশার ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে। ধৃতদের তিনজন কুখ্যাত মাদক পাচারকারীদের নাম হলো ত্রিপুরার মেলাঘর এলাকার খাইরুল হোসেন,নবির হোসেন ও মামন মিয়া। বর্তমানে ধৃত তিনজন কুখ্যাত মাদক পাচারকারীকে গ্রেফতার করে করিমগঞ্জ সদর থানায় আটক করে জোর জিজ্ঞাসাবাদ চালিয়ে যাচ্ছে পুলিশ।এই ঘটনায় করিমগঞ্জ থানার পুলিশ ধৃত তিনজন কুখ্যাত মাদক পাচারকারীদের বিরুদ্ধে এনডিপিএস আইনে মামলা নিয়ে এই নেশাপাচার কান্ডে জড়িত অন্যদের খুঁজে বের করার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছে।
What's Your Reaction?