Tripura : আন্তর্জাতিক স্থল বন্দর পরিদর্শনে নির্মলা সীতারমন
Tripura : আন্তর্জাতিক স্থল বন্দর পরিদর্শনে নির্মলা সীতারমন
দু'দিনের ত্রিপুরা সফরে এসে সিপাহীজলা ত্রিপুরা জেলা সোনামুড়া শ্রীমন্তপুরের আন্তর্জাতিক স্থল বন্দর পরিদর্শন করেন ভারতের অর্থমন্ত্রী নির্মলা সীতারমন। তার হাত ধরেই ২০১৬ সালে এই বন্দরটির বর্তমান আধুনিক পরিকাঠামোর উদ্বোধন হয়েছিল। এই ৭ বছরে বন্দরটির গুরুত্ব আরো বেড়ে যাওয়ায় খুশি হয়েছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন। এমনটাই জানিয়েছেন জি.এস.টি ও শুল্ক দপ্তরের গৌহাটি জোনালের কমিশনার যোগেন্দ্র গার্গ। সোনামুড়ার শ্রীমন্তপুর ভারত -বাংলাদেশ আন্তর্জাতিক স্থল বন্দর। ২০১৬ সালে ভারতের তৎকালীন বাণিজ্য মন্ত্রী নির্মলা সীতারমনের হাত ধরে বর্তমান আধুনিক পরিকাঠামোর উদ্বোধন হয়েছিল। তিনি ফের এই বন্দরটি পরিদর্শনে আসেন ভারতের অর্থমন্ত্রী হিসেবে। সকাল প্রায় ৯ টায় হয় তার এই পরিদর্শন। ঘুরে দেখেন নদীতে তৈরী হওয়া অস্থায়ী জে.টি ,যান সীমান্তের জিরো পয়েন্টে। ভারত-বাংলাদেশ দু'দেশের সীমান্ত রক্ষী বাহিনীর তরফে গ্রহণ করেন শুভেচ্ছা উপহার। এরপর শুল্ক দপ্তর ,ল্যান্ড পোর্ট অথরিটির উচ্চ পদস্থ অফিসারদের সঙ্গে মিলিত হন গুরুত্বপূর্ণ সভায়। সভা শেষে স্ব-সহায়ক দলের উৎপাদিত বাঁশ - বেতের তৈরী সামগ্রী গুলি পরিদর্শন করেন তিনি।উপস্থিত সাংবাদিকদের তিনি তার এই সফর সম্পর্কে কিছু না বললেও জি.এস.টি ও শুল্ক দপ্তরের গৌহাটি জোনালের কমিশনার যোগেন্দ্র গার্গ বলেছেন, আগের তুলনায় যাত্রী আসা যাওয়া ,সামগ্রী আনা নেওয়ার ক্ষেত্রে এবং অন্য বিভিন্ন দিক থেকে এই বন্দরটির অনেকটা অগ্রগতি হয়েছে। তাতে সন্তুষ্ট কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন। এই বন্দরটির আরো কি কি উন্নয়ন করা যায় ? সেই বিষয়ে আধিকারিকদের নির্দেশ দিয়েছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন। #tripura #breakingnews #tripuranews #nirmalasitharaman #sonamura #banglanews #newstoday #newslive @ubanglatvofficial
What's Your Reaction?