Tripura : আনারস চাষ করে স্বাবলম্বী হওয়ার চেষ্টা করছে ত্রিপুরার জনজাতি অংশের মানুষজনরা!
Tripura : আনারস চাষ করে স্বাবলম্বী হওয়ার চেষ্টা করছে ত্রিপুরার জনজাতি অংশের মানুষজনরা!
গ্রীষ্মকালের রসালো এবং সুস্বাদু ফলের মধ্যে অন্যতম একটি হল আনারস। আবার অর্থকরী ফলগুলির মধ্যে আনারস একটি বলা চলে। ছোট্ট পাহাড়ি ত্রিপুরা রাজ্যের আনারস এখন কেবল রাজ্যেই নয় সমগ্র দেশ সহ বিদেশের বাজারেও অত্যন্ত চাহিদা সম্পন্ন একটি ফল । টিলাভূমিতে জুম চাষের পাশাপাশি রিয়াং জনজাতি মানুষজনরা আনারস চাষের প্রতি মনোযোগী হয়ে উঠেছে। খোয়াই ত্রিপুরা জেলা মুঙ্গিয়াকামি আর. ডি. ব্লকের অধীনে হাজরাপাড়া এলাকার জনজাতি মানুষজনরা জুম চাষের পাশাপাশি আনারস চাষ করছে। এই এলাকার রিয়াং জনজাতি এক আনারস চাষি কাজিরাং রিয়াং জানান, অন্যান্য বছরের ন্যায় এবছর ও টিলাভূমিতে আনারাস চারা গাছ রোপন করেছেন তিনি। তবে, ওই আনারস চারাগাছগুলি নিজের গাঁটের অর্থ ব্যয় করে ক্রয় করেছেন তিনি। কিছু সরকারি সহযোগিতা ও পেয়েছেন বলে জানান তিনি।
#tripura #tripuranews #summer #summerrefreshment #watermelon
What's Your Reaction?