Tripura : আগরতলা হাঁপানিয়া আন্তর্জাতিক মেলা প্রাঙ্গনে ১৮ তম আঞ্চলিক সরস মেলার উদ্বোধন : U Bangla TV
Tripura : আগরতলা হাঁপানিয়া আন্তর্জাতিক মেলা প্রাঙ্গনে ১৮ তম আঞ্চলিক সরস মেলার উদ্বোধন : U Bangla TV
আগরতলা হাঁপানিয়া আন্তর্জাতিক মেলা প্রাঙ্গনে ১৮ তম আঞ্চলিক সরস মেলার উদ্বোধন করলেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা!"দিদি লাখপতি, ত্রিপুরার অগ্রগতি" এই ভাবনায় আগরতলা হাঁপানিয়া আন্তর্জাতিক মেলা প্রাঙ্গনে ১৮ তম আঞ্চলিক সরস মেলার উদ্বোধন করলেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। উপস্থিত ছিলেন আগরতলা ত্রিপুরা পুর নিগমের মেয়র দীপক মজুমদার, ত্রিপুরা বিধানসভার উপাধ্যক্ষ রামপ্রসাদ পাল, বিধায়িকা মিনা রানী সরকার, জেলাশাসক ডক্টর বিশাল কুমার সহ অন্যান্যরা। স্বসহায়ক দলের কর্মদক্ষ মহিলাদের নিজের হাতে তৈরি রকমারি সামগ্রীর সমাহার রয়েছে ১৮ তম আঞ্চলিক সরস মেলায়।এই মেলা চলবে ৮ই জানুয়ারি ২০২৪ পর্যন্ত। মেলায় বক্তব্য রাখতে গিয়ে ত্রিপুরার মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা বললেন,মহিলারা স্বাবলম্বী না হলে দেশের অগ্রগতি সম্ভব নয়। তাই ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ইতিমধ্যেই মহিলা সশক্তিকরনে বিভিন্ন উদ্যোগ নিয়েছেন। এরমধ্যে অন্যতম স্ব-সহায়ক গোষ্ঠীর মাধ্যমে নারী ক্ষমতায়ন। ১৮ তম আঞ্চলিক সরস মেলা বিভিন্ন স্ব-সহায়ক গোষ্ঠীর সাথে যুক্ত দিদিদের তৈরি সামগ্রী সকলের সামনে তুলে ধরার পাশাপাশি আয়ের সুযোগ তৈরি করে। #tripura #tripuranews #banglanews #newstoday @ubanglatvofficial
What's Your Reaction?