Tripura : আগরতলা স্বামী বিবেকানন্দ ময়দানে সহশ্র কণ্ঠে গীতা পাঠ : U Bangla TV
Tripura : আগরতলা স্বামী বিবেকানন্দ ময়দানে সহশ্র কণ্ঠে গীতা পাঠ : U Bangla TV
শুক্রবার আগরতলা স্বামী বিবেকানন্দ ময়দানে রাষ্ট্রীয় সনাতনী সেবা সংঘের উদ্যোগে অযোধ্যায় ৫০০ বছরের বহু প্রতিক্ষিত শ্রীশ্রী রামলালার প্রাণ প্রতিষ্ঠা উপলক্ষ্যে মহা ধর্মসভা ও সহস্র কণ্ঠে গীতাপাঠ অনুষ্ঠিত হয় । উক্ত মহাধর্ম সভায় উপস্থিত ছিলেন মহারাজ গোবর্ধন পীঠ, স্বামী যতীন্দ্রানন্দ গিরি মহারাজ, ত্রিপুরা শান্তিকালী আশ্রমের অধ্যক্ষ পদ্মশ্রী প্রাপ্ত চিত্ত মহারাজ, জগন্নাথ জিউ মন্দিরের মঠ রক্ষক ত্রিদণ্ডী ভিক্ষু ভক্তি কমল বৈষ্ণব মহারাজ সহ অন্যান্যরা। রাষ্ট্রীয় সনাতনী সেবা সংঘের আহ্বায়ক তথা ত্রিপুরা বিধানসভার উপাধ্যক্ষ রামপ্রসাদ পাল এদিনের অনুষ্ঠানের তাৎপর্য তুলে ধরেন। গীতা পাঠ এবং মহা ধর্মসভায় শ্রোতা হিসেবে উপস্থিত ছিলেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা, মন্ত্রী টিংকু রায়, মন্ত্রী প্রণজিৎ সিংহ রায়, আগরতলা ত্রিপুরা পুর নিগমের মেয়র দীপক মজুমদার সহ অন্যান্যরা।
#tripura #tripuranews #banglanews #newstoday @ubanglatvofficial
What's Your Reaction?