Tripura : আগরতলা দেওঘর এক্সপ্রেস ট্রেনে এল এইচবি কোচ এর উদ্বোধন : U Bangla TV
Tripura : আগরতলা দেওঘর এক্সপ্রেস ট্রেনে এল এইচবি কোচ এর উদ্বোধন : U Bangla TV
আগরতলা-দেওঘর এক্সপ্রেস ট্রেনের এলএইচবি কোচ এর উদ্বোধন করলেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। ছোট্ট পার্বত্য ত্রিপুরার রাজধানী আগরতলা রেলওয়ে স্টেশন থেকে আধুনিক এলএইচবি রেল সহ আগরতলা-দেওঘর ট্রেনের সবুজ পতাকা নেড়ে সূচনা করলেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। ত্রিপুরার রেল যোগাযোগে যুক্ত হল আরো একটি অত্যাধুনিক পরিষেবা। আগরতলা-দেওঘর- এক্সপ্রেস ট্রেনটি বর্তমানে আগরতলা এবং দেওঘরের মধ্যে পুরাতন ইন্টিগ্রাল কোচ ফ্যাক্টরি (আইসিএফ) কোচ নিয়ে যাতায়াত করছে। বর্তমানে এটিকে যাত্রী সুবিধাযুক্ত আধুনিক 'লিংক হফম্যান বুশ' (এলএইচবি) কোচ-এ রূপান্তরিত করা হয়েছে। হাইব্রিড এলএইচবি কোচ হল ভারতীয় রেলওয়ে দ্বারা ব্যবহৃত এক ধরণের উন্নত যাত্রীবাহী কোচ। যাত্রী স্বাচ্ছন্দ্যের কথা বিবেচনা করে ভারতীয় রেল এই আধুনিক 'লিংক হফম্যান বুশ' (এলএইচবি) কোচ সংযোজন করছে। এতে একদিকে যেমন রেল যাত্রীদের সংখ্যা বৃদ্ধি পাবে, তেমনি যাত্রীদের নিরাপত্তার বিষয়টি আরও অধিক সুরক্ষিত ও আরামদায়ক হবে। এই 'লিংক হফম্যান বুশ' (এলএইচবি) কোচে অগ্নিপ্রতিরোধক ব্যবস্থা যেমন আধুনিক মানের রয়েছে, তেমনি আগের ইন্টিগ্রাল কোচ ফ্যাক্টরি (আইসিএফ) কোচ থেকে যাত্রী পরিষেবা আরো উন্নততর রয়েছে। এই এলএইচবি ডিজাইনের কোচগুলিতে পাওয়ার ভ্যান কাম গার্ড ভ্যান, প্যান্টিকার রয়েছে। বর্তমানে এই ট্রেনটি আগরতলা স্টেশন থেকে প্রতি শনিবার সন্ধ্যা ৭টায় দেওঘরের উদ্দেশ্যে রওনা হয়। মোট ১৪৭২ কিমি দীর্ঘ পথ ৩৫ ঘন্টায় অতিক্রম করে। ভারতীয় রেলযাত্রীদের সুবিধা, নিরাপত্তা এবং ভ্রমণ পরিষেবাকে আরামদায়ক করতে নিরবচ্ছিন্ন প্রয়াস চালিয়ে যাচ্ছে। উত্তর পূর্বাঞ্চলের রাজ্যগুলিতে রেল যোগাযোগ ব্যবস্থার আধুনিকীকরণের লক্ষ্যে নতুন আধুনিক সুবিধাযুক্ত 'লিংক হফম্যান বুশ' (এলএইচবি)কোচ এর সংযোজন রেল পরিষেবার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ বললেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা।তিনি আরো বলেন, ২০১৪ সালের ২৬ মে ভারতের প্রধানমন্ত্রী হিসাবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দায়িত্বভার গ্রহণের পর ত্রিপুরা সহ সমগ্র উত্তর-পূর্বাঞ্চলের রাজ্যগুলির মধ্যে যোগাযোগ ব্যবস্থার সার্বিক উন্নতিসাধিত হয়েছে। #tripura #tripuranews #newstoday #banglanews @ubanglatvofficial
What's Your Reaction?