Tripura : গড়িয়া পূজো উদযাপন : U Bangla TV

Tripura : গড়িয়া পূজো উদযাপন : U Bangla TV

Apr 20, 2024 - 15:23
 0  4

প্রতি বছরের মতো এবছর ও শনিবার গোটা ত্রিপুরা জুড়ে সনাতন জনজাতি অংশের মানুষের অন্যতম বড় উৎসব গড়িয়া পূজো উদযাপিত হচ্ছে। এই পূজোর রীতিনীতি অন্য সব পূজো থেকে ভিন্ন। পূজোর পুরোহিতকে বলা হয় চন্তাই। প্রতিবছর বৈশাখ মাসের প্রথম দিন থেকেই গড়িয়া দেবতাকে নিয়ে গ্রামের প্রতিটি বাড়িতে যান একদল জনজাতি অংশের মানুষ। গড়িয়া দেবতা বাড়িতে আসছেন দেখতে পেলে বাড়ির জনজাতি মহিলারা বাড়ির উঠোনে জল ছিটিয়ে পরিষ্কার-পরিচ্ছন্ন করে একটি পিঁড়ি বসান। গড়িয়া মূর্তিকে ওই পিঁড়িতে বসানো হয়। এরপর পরিবারের কর্তা, গৃহিণী সহ সব সদস্য ধূপ দেখিয়ে বাবা গড়িয়াকে বরণ করে প্রণাম করেন। বৈশাখ মাসের সপ্তম দিনে হয় মূল গড়িয়া পূজো। গড়িয়া পূজোর জায়গাও তৈরি করা হয় বাঁশ দিয়ে। পূজোর দিন হাঁস, মোরগ, কবুতর ও পাঠা বলি দেওয়া হয়। আবার কেউ কেউ কবুতর বলি না দিয়ে বাবা গড়িয়ার কাছে উৎসর্গ করে ছেড়ে দেন। গড়িয়া হচ্ছেন দেবাদিদেব মহাদেবের ছেলে গণেশ। ছোট্ট পার্বত্য ত্রিপুরার রাজধানী আগরতলা অভয়নগর এলাকায় সবচেয়ে বড় গড়িয়া উৎসব হয়। গড়িয়া পূজো উপলক্ষ্যে সকল রাজ্যবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন তিপ্রামথা দলের সুপ্রিমো প্রদ্যোত কিশোর মানিক্য দেববর্মণ এবং ত্রিপুরার মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow