Tripura : আখ চাষ করে স্বাবলম্বী : U Bangla TV

Tripura : আখ চাষ করে স্বাবলম্বী : U Bangla TV

Feb 8, 2024 - 13:52
 0  3

সরকারি চাকুরির আশায় বসে না থেকে আখ চাষ করে স্বাবলম্বী হওয়ার পথে ত্রিপুরার এক বেকার যুবক! সরকারি চাকুরির আশায় বসে না থেকে গত দুই থেকে তিন বছর ধরে ত্রিপুরা লঙ্কামুড়া এলাকার গৌরাঙ্গ সরকারের ছেলে শুভঙ্কর সরকার উনার খালি জমিতে আখ চাষ করে আজ স্বাবলম্বী হওয়ার পথে। কোনরকম সরকারি সাহায্য ছাড়াই আখ চাষ করে আজ শুভঙ্কর ভালোভাবেই দিনযাপন করছেন বলে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে সে জানিয়েছে। তার সাথে এই আখ চাষে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে শুভঙ্কর সরকারের বাবা, এবং ভাই। শুভঙ্কর তার বাবার সাথে মেশিনে চিপিয়ে আখের রস বিক্রি করে সংসার প্রতিপালন করে আসছেন। এবার দুই থেকে আড়াই কানি জমিতে এই আখ চাষ করেছেন বেকার যুবক শুভঙ্কর। মাধ্যমিক অনুত্তীর্ণ হয়ে চাকুরীর আশায় বসে না থেকে আখ চাষ সহ সব্জি চাষে মনোযোগ বসিয়েছে শুভঙ্কর। এই আখ চাষ করতে তারা ৬০ হাজার টাকা খরচ হয়েছে বলে সে জানিয়েছে। সরকার যদি তাকে এই আখ চাষে একটু সাহায্যের হাত বাড়িয়ে দেয় তাহলে এই আখ চাষ করে শুভঙ্কর আরো স্বাবলম্বী হতে পারবে বলে সে জানিয়েছে। বেকার যুবকদের প্রতি তার বার্তা, পড়াশোনা করে চাকুরীর আশায় বসে না থেকে সব বেকার যুবকরা যাতে সব্জি এবং আখ চাষ করতে আগ্রহী হয়। কারণ, বর্তমান যুগে চাকুরী পাওয়া খুবই কষ্টকর। #tripura #tripuranews #newstoday #banglanews  @ubanglatvofficial 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow