Tripura : অস্ট্রেলিয়া থেকে অটোতে করে ত্রিপুরায় পর্যটক : U Bangla TV
Tripura : অস্ট্রেলিয়া থেকে অটোতে করে ত্রিপুরায় পর্যটক : U Bangla TV
অস্ট্রেলিয়া থেকে অটোতে করে ত্রিপুরায় পর্যটক! সখের বসে মানুষ কত কিছুই করে। সুদূর অস্ট্রেলিয়া থেকে অটো রিকশা নিয়ে ছোট্ট পার্বত্য ত্রিপুরা রাজ্যের ধলাই জেলা গন্ডাছড়ায় পৌঁছলেন অস্ট্রেলিয়ান এক পর্যটক। গত তিনদিন গন্ডাছড়া মহকুমার নারকেল কুঞ্জ সহ বিভিন্ন স্থান ঘুরে গন্ডাছড়া ত্যাগ করলেন অস্ট্রেলিয়ার ওই পর্যটক। ওই অস্ট্রেলিয়ান পর্যটকের সঙ্গে আলোচনা করে জানা গেছে, গত তিনমাস পূর্বে তিনি ভারতের বিভিন্ন রাজ্য ঘুরে দেখার জন্য বের হয়েছেন। ভারতের বিভিন্ন রাজ্য ঘুরে দেখার পর উত্তর পূর্বাঞ্চল রাজ্য গুলিতে তিনি এসেছেন। রাজ্যের বিভিন্ন স্থান এবং পর্যটন কেন্দ্রগুলি পরিদর্শনের পর শনিবার ধলাই ত্রিপুরা জেলার গন্ডাছড়ায় পৌঁছান তিনি। পরিদর্শন শেষে গন্ডাছড়া ত্যাগ করার প্রাক মুহূর্তে বাজারে ব্যবসায়ীদের সঙ্গে কিছুক্ষন আলোচনা করেন তিনি। তাঁর নাম অ্যালেক্স। কিন্তু নিজেকে মিস্টার অ্যালেক্স রিক্সাওয়ালা বলে পরিচয় দেন। নিজেই অটো চালিয়ে বিভিন্ন জায়গা ঘুরছেন তিনি। অস্ট্রেলিয়া পর্যটকের এমন কান্ড দেখে গোটা ত্রিপুরাবাসী অবাক। #tripura #tripuranews #newstoday #banglanews @ubanglatvofficial
What's Your Reaction?






