Tripura : একই সাথে ট্রিপলেট শিশুর জন্ম : U Bangla TV

Tripura : একই সাথে ট্রিপলেট শিশুর জন্ম : U Bangla TV

Jan 31, 2024 - 16:23
Jan 31, 2024 - 18:04
 0  2

একই সাথে তিন বাচ্চার জন্ম! হতবাক হাসপাতালের চিকিৎসক থেকে শুরু করে সকলে! দক্ষিণ ত্রিপুরা জেলা শান্তির বাজার হাসপাতালের চিকিৎসা পরিষেবা আরো একধাপ এগিয়ে গেলো । হাসপাতালের মধ্যে প্রথমবারের মতো বিরলতম চিকিৎসা পরিষেবা প্রদান করে গেলো চিকিৎসকরা। মঙ্গলবার সকাল ৮ টা ৫৭ মিনিট নাগাদ - সাব্রুম মহকুমার কলাছড়া প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র থেকে প্রসব বেদনায় কাতর হিরন মালা ত্রিপুরা নামে এক মহিলাকে শান্তির বাজার হাসপাতালে প্রেরণ করা হয়। জানা যায়, মহিলা গর্ভবতী হবার পরেও কোনো প্রকার চেকআপ করাননি। মহিলার পূর্বে দুইটি সন্তান থাকায় এবং মহিলার হাইপ্রেসার থাকার ফলে কলাছড়া প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র থেকে মহিলাকে শান্তির বাজার হাসপাতালে প্রেরণ করা হয়। এই অবস্থায় মহিলাকে সঠিকভাবে চিকিৎসা প্রদানে এগিয়ে আসলো শান্তির বাজার হাসপাতালের চিকিৎসক। সেই সময় হাসপাতালের গাইনো স্পেশালিষ্ট কৌশিক মহাজন কর্তব্যরত অবস্থায় ছিলো। চিকিৎসক ও সেবিকাদের সঠিক পরিষেবায় স্বাভাবিক ভাবে তিনটি ফুট ফুটে সন্তানের জন্ম দিলো ওই মহিলা। প্রথমে একটি কন্যা সন্তান ও পরবর্তীতে দুইটি পুত্র সন্তানের জন্ম দিলো ওই মহিলা। জানা যায়, বর্তমানে মা ও তিন সন্তান সুস্থ অবস্থায় রয়েছে। তবে তিন সন্তানের ওজন কম। যার মধ্যে প্রথম কন্যা সন্তানটি হয়েছে ১ পয়েন্ট ৩ কেজি, দ্বীতিয়টি ১ পয়েন্ট ৫ কেজি ও তৃত্বীয়টি ১ পয়েন্ট ৪ কেজি। একইসাথে নরমাল ডেলিভারি তিন সন্তানের জন্মের খবর পেয়ে তিন সন্তানের স্বাস্থ্যের দিকে খেয়াল রাখতে হাসপাতালে দ্রুততার সহিত ছুটে যান শিশু বিশেষঞ্জ ডাক্তার প্রসেনজিৎ দাস। ডাক্তার প্রসেনজিৎ দাসের অক্লান্ত প্রচেষ্টায় বর্তমান সময়ে এখনো পর্যন্ত তিনটি শিশু সুস্থ রয়েছে। তিনটি শিশুর শারিরিক বিভিন্ন দিকগুলি নিয়ে প্রতিনিয়ত দেখাশুনা করছে ডাক্তার প্রসেনজিৎ দাস। এই সন্তান প্রসবের কথা সংবাদমাধ্যমের সামনে জানালেন গাইনো স্পেশালিষ্ট ডাক্তার কৌশিক মহাজন। #tripura #tripuranews #banglanews #newstoday  @ubanglatvofficial 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow