Bardhaman : প্লাস্টিক মেশানো নীল রঙের রাস্তা

Bardhaman : প্লাস্টিক মেশানো নীল রঙের রাস্তা

Jun 1, 2023 - 15:01
 0  4

এবার মরুভূমি উঠে এলো পূর্ব বর্ধমানে গোটা দেশের মধ্যে প্রথম নীল রঙের পিচের রাস্তা দেখতে উৎসাহ মানুষের ভিড় দেখুন কোথায় এই রাস্তা | গোটা দেশের মধ্যে প্রথম নীল রঙের ছোঁয়া এবার রাস্তাতেও! পূর্ব বর্ধমান জেলার রায়না ২নম্বর ব্লকে উচ্চারন একলক্ষী এলাকার নীল রঙের রাস্তা নজর কেড়েছে জেলা ছেরে রাজ্যে। বিভিন্ন জায়গা থেকে আসছে মানুষ , দেখতে এই রাস্তা।তপ্ত পীচ গলানো কালো রাস্তা, লাল ধুলোয় চোখ-মুখ ভরে যাওয়া গ্রাম্য মোরাম রাস্তা কিংবা হালের ঢালাই রাস্তা এসব এখন যেন অতীত। ওইসব রাস্তাকে সরিয়ে জায়গা করে নিতে চলেছে বিটুমিনের সাথে বিশেষ পদ্ধতিতে অব্যবহৃত প্লাস্টিক মেশানো নীল রঙের রাস্তা। পরিবেশ বান্ধব, সাশ্রয়ী ও টেকসই তাই রাজ্যের মধ্যে প্রথম পাইলট প্রজেক্ট হিসাবে পরীক্ষামূলকভাবে এই রাস্তা তৈরি করা হয়েছে, ফল ভাল হলে আস্তে আস্তে তা জেলার অন্যান্য প্রান্তেও তৈরি করা হবে বলে জানিয়েছেন পূর্ব বর্ধমান জেলাপরিষদের সভাধিপতি তথা রায়নার বিধায়ীকা শম্পা ধাড়া। #news #newstoday #bardhaman #westbengalnews  @ubanglatvofficial 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow