South24pgs : বেআইনিভাবে মাটি কাটার বিরুদ্ধেই রাস্তা আটকে বিক্ষোভ : U Bangla TV
South24pgs : বেআইনিভাবে মাটি কাটার বিরুদ্ধেই রাস্তা আটকে বিক্ষোভ : U Bangla TV
ঠাকুরপুকুর মহেশতলা ব্লকের চট্টগ্রাম পঞ্চায়েতের অন্তর্গত মন্ডলপাড়ায় রাজসিটি নামক একটি প্রজেক্টের ভিতরে বেআইনিভাবে রাতের অন্ধকারে দীর্ঘদিন ধরে চলছিল মাটি কাটার কাজ। সেই মাটি বিক্রি করা হচ্ছিল বলে অভিযোগ স্থানীয়দের। মাটি কেটে বিশাল আকার পুকুর তৈরি করা হচ্ছে যেটা প্রায় ৪০ থেকে ৫০ ফুট গভীর। এর ফলে এলাকার অন্যান্য পুকুরে ঢুকছে নোংরা জল, ক্ষতিগ্রস্ত হচ্ছে মাছ। বারবার কাউকে জানিয়ে কাজ না হওয়ায় স্থানীয়রা বিক্ষোভ দেখাতে থাকে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় কালিতলা আশুতি থানার ভারপ্রাপ্ত আধিকারিক সহ পুলিশ কর্মীরা। এই বিষয়ে চট্টগ্রাম পঞ্চায়েতের উপ প্রধান সবির সাফুই জানান বিষয়টি তিনি সকালে জানতে পেরে বলেন কাজ বন্ধ করার নির্দেশ দিয়েছেন। তবে এখনো পর্যন্ত বিক্ষোভ চলছে বলে জানা যাচ্ছে। #south24pargana #south24pargananews #newstoday #banglanews @ubanglatvofficial
What's Your Reaction?