জলপাইগুড়ি জেলার বৃহত্তর ঈদের জামাত অনুষ্ঠিত হল নশিপুর ঈদগাহে
আজ পবিত্র ঈদুল ফিতর।যে সব আনুষ্ঠানিক উৎসব মুসলমানদের অস্তিত্বের জানান দেয় ‘ঈদ’ তার অন্যতম। দীর্ঘ একমাস মুসলিম ধর্মাবলী মানুষেরা কঠিন রোজা তথা উপবাসের মধ্য দিয়ে পার করার পর আজ এই খুশির ঈদ বা ঈদুল ফিতরের এই দিনটি মূলত জামাতের মধ্য দিয়ে শুরু করে। মুর্শিদাবাদ জেলায় সর্ববৃহৎ ঈদের নামাজের জামাত অনুষ্ঠিত হলো রানীতলা থানার অন্তর্গত নসিপুর ঈদগাহ ময়দানে। এদিন ঈদের নামাজে প্রায় পঞ্চাশ হাজারেরও বেশি মানুষজন জমায়েত হয়েছিলেন। এদিনের এই জামাত থেকে ইমামেরা শান্তি ও সম্প্রীতির বার্তা দেন পাশাপাশি মানব জাতিকে ভালোবেসে একাধিক সম্প্রীতির বাণী ছড়ান। #youtube #jalpaiguri #njp #newsupdate @ubanglatvofficial
What's Your Reaction?