South24PGS : পুলিশের তৎপরতায় উদ্ধার নগদ টাকা ও রুপোর গয়না : U Bangla TV
South24PGS : পুলিশের তৎপরতায় উদ্ধার নগদ টাকা ও রুপোর গয়না : U Bangla TV
গয়নার দোকানে ডাকাতির তদন্তে নেমে বড় সাফল্য পেল বারুইপুর থানার পুলিশ। উদ্ধার হল প্রচুর রুপোর গয়না ও নগদ টাকা। ধরা পড়েছে এক গয়না ব্যবসায়ী। গত ২৫ জানুয়ারি বারুইপুরের ধপধপি এলাকায় একটি গয়নার দোকানে ডাকাতির ঘটনা ঘটে। সেই ঘটনায় ৩১ জানুয়ারি আজিজুল ঘরামি নামে গোসাবার বাসিন্দা একজনকে ধরে পুলিশ। তাকে জেরা করেই আরও একজনের খোঁজ মেলে। সোমবার তাকে গ্রেফতার করেছে পুলিশ। পুলিশ জানিয়েছে, ধৃতের নাম সৌম্যজিত মণ্ডল। তার বাড়ি জীবনতলা থানা এলাকায়। তার কাছ থেকে নগদ আশি হাজার টাকা ও কয়েক হাজার টাকার চুরি যাওয়া রুপোর গয়না উদ্ধার করেছে পুলিশ। পুলিশ সূত্রের খবর, জীবনতলা থানার সরবেরিয়া এলাকায় গয়নার দোকান রয়েছে সৌম্যজিতের। সে চুরি যাওয়া গয়না কিনেছিল। আগেও তার বিরুদ্ধে চোরাই গয়না কেনার অভিযোগ রয়েছে। তাকে হেফাজতে নিয়ে এ ব্যাপারে আরও তদন্ত করবে পুলিশ। বারুইপুর পুলিশ জেলার অতিরিক্ত পুলিশ সুপার সৌতম বন্দ্যোপাধ্যায় সোমবার এক সাংবাদিক সম্মেলনে জানান, ধৃত আজিজুলের বিরুদ্ধেও একাধিক থানায় বহু অপরাধমূলক কাজের অভিযোগ রয়েছে। খড়গপুর এলাকায় এক ডাকাতির মামলায় তার দশ বছরের সাজা হয়। করোনা পরিস্থিতিতে ছবছর পর ছাড়া পেয়ে আবার দুষ্কর্ম শুরু করেছে সে। #south24pargana #south24pargananews #baruipur #newstoday @ubanglatvofficial
What's Your Reaction?