Nadia : স্বল্প সময়ে থাইল্যান্ডের পিঙ্ক কাঁঠালের চাষ : U Bangla TV

Nadia : স্বল্প সময়ে থাইল্যান্ডের পিঙ্ক কাঁঠালের চাষ : U Bangla TV

Mar 18, 2024 - 13:45
 0  2

ভারতবর্ষ কৃষি প্রধান দেশ কিন্তু বর্তমানে সার, কীটনাশক এবং অন্যান্য কৃষিকাজে ব্যবহৃত যন্ত্রাংশের দাম প্রচন্ড ঊর্ধগামী এবং আবহাওয়া বিরূপ হওয়ায় চাষীরা ফসলের সঠিক ফলন ও পর্যাপ্ত দাম পান না। অধিকাংশ ক্ষেত্রেই দেখা যায় ফসল চাষির ঘরে ওঠার সময় আবহাওয়ার অবনতির ফলে চাষী সঠিক পরিমান ফলন পান না এমনকি ঋণের জর্জরিত হয়ে আত্মহত্যার পথ ও বেছে নেন। এমত অবস্থায় স্বল্প খরচে স্বল্প সময়ে থাইল্যান্ডের পিঙ্ক কাঠাল চাষ করে অধিক ফলন ও অধিক লাভের মুখ দেখাচ্ছে নদীয়ার মাজদিয়ার প্রশান্ত বিশ্বাস। নিজে প্রথমে বাড়ির নিকটস্থ এক বিঘা জমিতে কুড়িটা চারা দিয়ে শুরু করেন পিংক কাঠালের চাষ। দুই বছরের মধ্যেই পেতে শুরু করেন অধিক ফলন। ওই গাছ থেকেই কলমের মাধ্যমে তৈরি করেন চারা এবং খুবই স্বল্প মূল্যে ৫০ থেকে ৬০ টাকায় অন্যান্য চাষীদের কাছেও বিক্রি করেন চারা। তার কাছ থেকে চারা নিয়ে নদীয়ার বিভিন্ন প্রান্তের মানুষ এই পিং কাঠালের চাষ শুরু করেছেন। এই চাষে প্রতিবছর গড়ে বিঘা প্রতি তিন থেকে চার লাখ টাকা লাভ হয় চাষীদের। কাঁঠালের পাশাপাশি বারোমাসি আম বারোমাসি মৌসুমী লেবু হাইব্রিড পেঁপে সহ অন্যান্য ফল ও তার চারা তৈরি করছেন এই প্রশান্ত বিশ্বাস। প্রাতিষ্ঠানিক শিক্ষা না থাকলেও শুধুমাত্র কর্মদক্ষতার মাধ্যমে তিনি নিজে তথা অন্যান্য চাষীদের দেখাচ্ছেন লাভজনক নতুন চাষের দিশা। প্রায় প্রতিদিন দূর দূরান্ত থেকে বিভিন্ন মানুষ আসেন তার এই নতুন ধরনের চাষ দেখতে এবং চারা গাছ সংগ্রহ করতে। এ বিষয়ে চাষী প্রশান্ত বিশ্বাস জানান, তিনি বাংলাদেশ সীমান্তবর্তী এলাকায় গিয়ে প্রথম এই চাষ দেখেছিলেন। তারপরে নিজেও এই চাষ করার আগ্রহ প্রকাশ করেন । সেখান থেকেই থেকেই কুড়িখানা চারা তিনি নিয়ে এসেছিলেন । পনেরো খানা চারা থেকে ঠিকঠাক ফলন দেওয়া শুরু হয়েছিল। এখন তিনি প্রায় দুই বিঘা জমি চাষ করেন । এক এক বিঘাতে প্রায় ৮০ খানা চারা লাগানো যাবে বলেই তিনি জানান। তিনি আরো বলেন, অন্যান্য চাষের থেকে এই চাষ অনেক লাভজনক।

#nadia #nadianews #banglanews #newstoday  @ubanglatvofficial 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow