South24pgs : সাগরে পালিত হলো সাঁওতাল জনগোষ্ঠীর বাহা বঙ্গা উৎসব : U Bangla TV
South24pgs : সাগরে পালিত হলো সাঁওতাল জনগোষ্ঠীর বাহা বঙ্গা উৎসব : U Bangla TV
সুন্দরবনের প্রত্যন্ত এলাকা গঙ্গাসাগর গঙ্গাসাগরের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে আদিবাসী সম্প্রদায়ের মানুষজন। বাহাবঙ্গা উৎসব সাঁওতাল সম্প্রদায়ের অন্যতম গুরুত্বপূর্ণ উৎসব। মার্চ মাসে বসন্ত ঋতুকে স্বাগত জানাতে যখন শাল পলাশ মহুয়া গাছের ফুল ফোটে পাতাওটে ঠিক দোল বা হোলির আগেই আদিবাসী সম্প্রদায়ের মানুষজন তাদের পরম্পরা বাহা উৎসবে মেতে ওঠে। বাহাবঙ্গা হয় জাহেরায়। এই সম্প্রদায়ের মানুষের কাছ থেকে জানা যায় জাহেরা একটি পবিত্র জায়গা যেখানে সমস্ত দেবতার এবং পূর্বপুরুষদের বাস। আর এই উৎসবে আদিবাসী সমাজের ঐতিহ্যবাহী পোশাকে সেজে ওঠে পুরুষ ও মহিলা। মহিলারা নানা রকম সাজের সঙ্গে ফুল দিয়ে সাজিয়ে তোলে নিজেদের সেই সঙ্গে চলে ধামসা মাদলের তালে তালে সাঁওতালি ভাষায় বিভিন্ন ধরনের গান। এমনকি ধর্মীয় রীতি মেনে নিজেদের পূজাও শেষ করেন। নতুন বছরের আগমনের আগে আদিবাসী সমাজের এই পর্ব দেখতে বিভিন্ন ধর্মাবলম্বী মানুষেরাও ভিড় করে। #south24pargana #south24pargananews #newstoday #banglanews @ubanglatvofficial
What's Your Reaction?