South24pgs : নতুন দিশা গাঁয়ের অবৈতনিক স্কুলে : U Bangla TV

South24pgs : নতুন দিশা গাঁয়ের অবৈতনিক স্কুলে : U Bangla TV

Feb 29, 2024 - 20:04
Feb 29, 2024 - 20:18
 0  8

উপস্থিত অনুপস্থিত ছাত্র-ছাত্রীদের নজরদারি করবে স্বয়ংক্রিয় যন্ত্র । এমনই এক প্রযুক্তি দক্ষিণ ২৪ পরগনা জেলার পাথরপ্রতিমা ব্লকে" শিবগঞ্জ অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়ে" উদ্বোধন করলেন পাথর প্রতিমা চক্রের অবর বিদ্যালয় পরিদর্শক শুভদীপ পান। এবার আর ছাত্রছাত্রীদের রোলকল নয়, ছুলেই প্রেজেন্ট স্যার, এমনই প্রযুক্তি চালু হলো সুন্দরবনের প্রত্যন্ত এলাকা পাথরপ্রতিমায়। এই প্রযুক্তি চালু হওয়ায় অভিভাবকরা মেসেজের মাধ্যমে জানতে পারবেন তাদের ছেলে মেয়েরা স্কুলে কোন সময়ে ঢুকলো, বা কখন স্কুল থেকে বেরোলো। পাথর প্রতিমায় প্রথম এমনই প্রযুক্তি চালু হওয়ায় খুশি অভিভাবক অভিভাবিকারা । এক শিক্ষক বললেন, একটাই দুঃখ থেকে গেল আজ থেকে আর প্রেজেন্ট স্যার, স্যার হাজীর স্যার শোনা যাবে না,তবু তিনি খুশি স্কুলে এমন প্রযুক্তি চালু হওয়ায়। এই মাসে জন্ম এমন ৩৬ জন ছাত্রছাত্রীদের কেক কেটে জন্মদিন পালন করা হলো এদিন । প্রতি মাসে এইভাবে জন্মদিন পালন করা হবে বলে জানান স্কুল কর্তৃপক্ষ। স্কুলে ছাত্র-ছাত্রীর সংখ্যা ২৭৪ জন, শিক্ষক-শিক্ষিকা ৮ জন, জেলার প্রশংসিত স্কুল গুলির মধ্যে প্রথম সারিতে এই স্কুল। স্কুলের প্রধান শিক্ষক শেখ সাইফুদ্দিন জানিয়েছেন শিশু মনের ছাত্র-ছাত্রীরা আগামী দিনের ভবিষ্যতে তারা যাতে সততার সঙ্গে আগামী দিনের ভবিষ্যৎ হিসেবে গড়ে উঠতে পারে সে দায়িত্ব শিক্ষক-শিক্ষিকাদের। তিনি আরো বলেন, অনেক চিন্তা ভাবনা করে এই প্রযুক্তি চালু করা হয় স্কুলে। এই প্রযুক্তির ফলে স্কুলের ছাত্র-ছাত্রীদের জন্মদিনের মেসেজ অভিভাবক অভিভাবিকা সহ স্কুলে চলে আসবে,স্কুলে পালন করা হবে জন্মদিন। প্রতিমাসে অভিভাবক অভিভাবিকার কাছে বার্তা যাবে তাদের ছেলেমেয়েদের উপস্থিতির সংখ্যা,এছাড়াও ডিজিটাল ব্যবস্থার মাধ্যমে ওয়ার্ক শিট সংগ্রহ, প্রশ্ন ব্যাংক এবং কুইজে অংশগ্রহণ করার ব্যবস্থা থাকছে বলেই জানান তিনি। #south24pargananews #south24pargana #newstoday #banglanews  @ubanglatvofficial 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow