South24pgs : সংবাদ মাধ্যম ও হ্যাম রেডিও সহযোগিতায় : U Bangla TV

South24pgs : সংবাদ মাধ্যম ও হ্যাম রেডিও সহযোগিতায় : U Bangla TV

Jan 27, 2024 - 18:27
 0  3

 তিন দিন আগে বাড়ি থেকে সাইকেল নিয়ে বেরিয়েছিল ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের বজবজের বিল্লাপুরের বছর ২৫ যুবক মোঃ আমিন। এরপর আর বাড়ি ফেরেনি এই যুবক। নিখোঁজ হয়ে যাওয়ার পর বজ বজ থানাতে গিয়ে পরিবারের লোক একটি নিখোঁজের অভিযোগ দায়ের করে। এরপর চলে বহু খোঁজাখুঁজি। কলকাতা লাগাওয়া শহরতলী এলাকাগুলি ও আত্মীয়দের বাড়িতে বহু খোঁজাখুঁজি করে পরিবারের সদস্যরা। কিন্তু কোন সন্ধান মিলেনি। অবশেষে সেই যুবকের সন্ধান মিললো ২৬ শে জানুয়ারি দেশের ৭৫ তম প্রজাতন্ত্র দিবসের দিন ডায়মন্ড হারবারে। ডায়মন্ড হারবারে থানার সামনে একটি চায়ের দোকানে শুক্রবার সকাল থেকে ওই যুবককে বসে থাকতে দেখে স্থানীয় বেশ কয়েকজন ব্যবসায়ীরা। এরপর ওই যুবককে   নাম জিজ্ঞাসা করলে সেই প্রশ্নের কোন উত্তর দেয় না সেই যুবক। শুধু হতবাক হয়ে বসে রয় ওই যুবক। এরপর স্থানীয় ব্যবসায়ীরা, ওই যুবককে খাবার দেয় এবং দীর্ঘক্ষণ ধরে ওই যুবক একটি চায়ের দোকানে বসে থাকে। দিন পেরিয়ে হয়ে যায় রাত । স্থানীয় বেশ কয়েকজন ব্যবসায়ীরা তখন স্থানীয়  কয়েকজন সংবাদমাধ্যমের কর্মীদের এই যুবকের কথা বলে। সংবাদ মাধ্যমের কর্মীরা ছুটে যায় ওই যুবকের কাছে এরপর শুরু হয় যুবকের পরিবারের সন্ধান খোঁজার পর্ব। ইটিভি ভারতে দক্ষিণ 24 পরগনার সাংবাদিক শুভজিৎ দাস  তখন যোগাযোগ করে হ্যাম রেডিও ওয়েস্ট বেঙ্গলের সম্পাদক অম্বরিশ নাগ বিশ্বাসের সাথে। এরপর ছেলেটির বেশ কিছু ছবি হ্যাম রেডিওর সম্পাদক অম্বরিশ নাগ বিশ্বাসকে পাঠায় সংবাদমাধ্যমের কর্মীরা।। অত্যন্ত দ্রুততার সাথে হ্যাম রেডিও সম্পাদক অম্বরিশ নাগ বিশ্বাস ওই যুবকের পরিবারের সন্ধান খোঁজ চালায়। পরিবারের লোকেদের সাথে কথা বলার পর জানা যায়। ওই যুবকের নাম মোহাম্মদ আমিন (২৫) বাড়ি ডায়মন্ডহারবার লোকসভা কেন্দ্রের অন্তর্গত বজবজ থানার বিল্লাপুরে। এরপর ওই যুবকের পরিবারের সাথে ওই যুবককে কথা বলিয়ে দেন স্থানীয় সংবাদ মাধ্যমের কর্মী জয়দ্বীপ হালদার ও প্রতীম ভান্ডারী। এরপর কনকনে শীতকে উপেক্ষা করে ভোর তিনটে নাগাদ নানান বাধা অতিক্রম করে নিজের ছেলেকে বাড়ি ফিরিয়ে নিয়ে যেতে ডায়মন্ড হারবারে ছুটে আসেন আমিনের বাবা মোহাম্মদ রফিক আনসারী। নিজের ছেলেকে দেখে চিনতে পারেন তিনি। এরপর সংবাদ মাধ্যমের কর্মীদের উপস্থিতিতে মোহাম্মদ রফিক আনসারীর হাতে মোঃ আমিনকে তুলে দেন সংবাদমাধ্যমের কর্মীরা। নিজের ছেলেকে দেখে কান্নায় ভেঙে পড়ে মোহাম্মদ রফিক আনসারী। মোহাম্মদ রফিক আনসারী  বলেন, তার ছেলে মেধাবী ছাত্র ছিল কিন্তু হঠাৎ কি হল তিনি বুঝতে পারছেন না। বজবজ হাই স্কুলে উচ্চ মাধ্যমিক পরীক্ষার পর থেকে মানসিক ভারসাম্যহীন হয়ে পড়ে। বাড়ি থেকে বেরিয়ে পড়ে আবার বাড়িতে চলে আসে। কিন্তু এবার তিন দিন কেটে গেলেও বাড়ি ফেরেনি ছেলে । অনেক আত্মীয়র বাড়িতে খোঁজাখুজি করেছেন। তিনি আরও বলেন সংবাদ মাধ্যমের সহযোগিতায় তিনি তার ছেলেকে খুঁজে পেয়েছেন তাই তিনি  কৃতজ্ঞতা জানান সংবাদ মাধ্যমকে । এ বিষয় পশ্চিমবঙ্গ হ্যাম রেডিওর সম্পাদক অম্বরিশ নাগ বিশ্বাস তিনি জানান, শুক্রবার রাতে স্থানীয় বেশ কয়েকজন ব্যবসায়ী ও স্থানীয় সংবাদ মাধ্যমের কর্মীরা তাকে ফোন করে। ফোনের মাধ্যমে জানায় ডায়মন্ড হারবার থানার কাছে একটি মানসিক ভারসাম্যহীন যুবক একটি দোকানে বসে রয়েছে। নাম পরিচয় কিছুই বলছে না। এরপর তিনি সংবাদ মাধ্যমের বন্ধুদেরকে বলেন কিছু ছবি তাকে পাঠাতে। ছবি তুলে তাকে পাঠানো হয় । এরপর শুরু হয় অনুসন্ধান কাজ অবশেষ রাত ২টার সময় ওর পরিবারের সন্ধান মেলে। এরপর 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow