South24pgs : শান্তিপূর্ণ নির্বাচনের লক্ষ্যে কাকদ্বীপে কেন্দ্রীয় বাহিনীর রুট মার্চ : U Bangla TV
South24pgs : শান্তিপূর্ণ নির্বাচনের লক্ষ্যে কাকদ্বীপে কেন্দ্রীয় বাহিনীর রুট মার্চ : U Bangla TV
এখনো পর্যন্ত লোকসভা নির্বাচনের দিনক্ষণ ঠিক হয়নি তার আগে সাধারণ মানুষকে আশ্বস্ত করতে দক্ষিণ ২৪ পরগনা বিভিন্ন এলাকায় কেন্দ্রীয় বাহিনীর টহল শুরু হয়ে গিয়েছে। বুধবার সকালে দক্ষিণ ২৪ পরগনার কাকদ্বীপ বিধানসভার অন্তর্গত পুকুর বেরিয়া ,কামার চক সহ সুন্দরবন পুলিশ জেলার বিভিন্ন প্রান্তে এক কোম্পানির কেন্দ্রীয় বাহিনী রুট মার্চ করছে। সঙ্গে সুন্দরবন পুলিশ জেলার পুলিশদের তত্ত্বাবধানে বিভিন্ন স্পর্শ কাতর এলাকাগুলিতে কেন্দ্রীয় বাহিনী টহল শুরু করে দিয়েছে। সাধারণ মানুষদের কাছে পৌঁছে যাচ্ছে কেন্দ্রীয় বাহিনী পৌঁছে গিয়ে সাধারণ মানুষদের জিজ্ঞাসা করছে কোনরকম অশান্তি বা বিশৃঙ্খলা তাদের এলাকায় হচ্ছে কিনা। এর পাশাপাশি কেন্দ্রীয় বাহিনীরা ভোটারদের আশ্বস্ত করছে যার ভোট সে নিজেই দিতে পারবে । ভোটদানে বাধা থাকবে না অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচন হবে। ভোটের আগেভাগে কেন্দ্রীয় বাহিনী এলাকায় টহল শুরু করাতে কিছুটা হলেও স্বস্তির নিঃশ্বাস ফেলছে স্থানীয়রা। লোকসভা নির্বাচনকে কেন্দ্র করে অশান্তির বাতাবরণ তৈরি হওয়ার আগেই এলাকাগুলিতে নজর কেন্দ্রীয় বাহিনীদের। অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচন করার লক্ষ্যে বদ্ধপরিকর নির্বাচন কমিশন। অবাধ শান্তিপূর্ণ নির্বাচন করার লক্ষ্যে আগেভাগে বিভিন্ন এলাকাগুলিতে মোতায়েন করা হয়েছে কেন্দ্রীয় বাহিনী বলেই জানা যাচ্ছে। #south24pargana #south24pargananews #banglanews #newstoday @ubanglatvofficial
What's Your Reaction?