Nadia : বস্তা ভর্তি হাজার হাজার ভোটার কার্ড উদ্ধার ঘিরে চাঞ্চল্য : U Bangla TV
Nadia : বস্তা ভর্তি হাজার হাজার ভোটার কার্ড উদ্ধার ঘিরে চাঞ্চল্য : U Bangla TV
আধার কার্ড বাতিলের নোটিশ এর মধ্যেই আবারো চাঞ্চল্যকর ঘটনা, ঝোপের মধ্যে থেকে হাজার হাজার ভোটার কার্ড উদ্ধার। পুলিশ ঘটনাস্থলে গিয়ে ভোটার কার্ড গুলি উদ্ধার করে। ঘটনাটি নদীয়ার চাকদহ থানার তাতলা গ্রাম পঞ্চায়েতের মিত্র পুকুর এলাকার। বৃহস্পতিবার রাতে তাতলা গ্রাম পঞ্চায়েতের মিত্রপুকুর এলাকার রাজ্য সড়কের পাশে ঝোপের মধ্যে দুটি বস্তা পড়ে থাকতে দেখে স্থানীয়রা। এরপর বস্তাগুলি খুলতে চক্ষু চরক গাছ। বস্তার ভেতর হাজার হাজার ভোটার কার্ড রয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলায় আসে চাকদহ থানার পুলিশ। এরপর পুলিশ ওই ভোটার কার্ডগুলিকে উদ্ধার করে থানায় নিয়ে যায়। এ বিষয়ে ওই এলাকার স্থানীয় বাসিন্দা মিনাল বিশ্বাস বলেন, তারা প্রথমে ওই বস্তা গুলো দেখেন । সেখানে এত ভোটার কার্ড দেখে পরবর্তীকালে স্থানীয় থানা এবং স্থানীয় বিভিন্ন নেতাদের খবর দেন । এরপর পুলিশ এসে ভোটার কার্ড গুলি উদ্ধার করে নিয়ে যায়। তবে ভোটার কার্ডগুলো উদ্ধার করার পর সেগুলো পরীক্ষা-নিরীক্ষা শুরু হয়েছে। পাশাপাশি এই ভোটার কার্ড গুলি কোথা থেকে এলো কেইবা ফেলে গেল তারও তদন্ত শুরু করেছে চাকদহ থানার পুলিশ। #nadia #nadianews #breakingnews #newstoday #westbengalnews @ubanglatvofficial
What's Your Reaction?