South24pgs : বারুইপুরে ৬০০ পরিবারকে দেওয়া হল ধোঁয়াবিহীন চুলা : U Bangla TV

South24pgs : বারুইপুরে ৬০০ পরিবারকে দেওয়া হল ধোঁয়াবিহীন চুলা : U Bangla TV

Feb 25, 2024 - 16:49
 0  4

বাতাসের গুণগত মান ঠিক রাখতে পরিবেশ দূষণ থেকে রক্ষা পেতে বারুইপুর পশ্চিম বিধানসভায় ধোঁয়াবিহীন চুলা দেওয়া হল ১০টি পঞ্চায়েতের প্রায় ৬০০ টি পরিবারকে। রবিবার এই পরিষেবার উদ্বোধন করেন বিধানসভার অধ্যক্ষ তথা বারুইপুর পশ্চিমের বিধায়ক বিমান বন্দ্যোপাধ্যায়, পরিবেশ মন্ত্রী গোলাম রব্বানি, পরিবেশবিদ কল্যান রুদ্র সহ অন্যরা। কল্যান রুদ্র বলেন, এই ধোঁয়াবিহীন চুলাতে ৫ থেকে ৬ জনের রান্না হবে। এই চুলাতে দু’টি লেয়ার আছে। জ্বালানীর পরিবর্তন আনতে এমন চিন্তাভাবনা। এতে ৭০ শতাংশ তাপ বাড়বে। মহিলাদের স্বাস্থ্য নিরাপদ থাকবে। বারুইপুর পশ্চিম বিধানসভার আগে আসানসোলে এই পরিষেবা দেওয়া হয়েছিল। এরপর কলকাতার বিভিন্ন বস্তী এলাকায় মহিলাদের এই চুলা দেওয়া হবে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পরিকল্পনায় এই কাজ চালু হয়েছে। মহিলাদের স্বাস্থ্যের প্রতি গুরুত্ব দেওয়া হয়েছে। পরবর্তীকালে রাজ্যের অন্য বিধানসভা এলাকায় এই চুলা প্রদান করা হবে। #south24pargananews #south24pargana #newstoday #banglanews  @ubanglatvofficial 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow