South24pargana : গঙ্গাসাগরে যাওয়ার জন্য তীর্থযাত্রীদের ভিড় : U Bangla TV

South24pargana : গঙ্গাসাগরে যাওয়ার জন্য তীর্থযাত্রীদের ভিড় : U Bangla TV

Dec 29, 2023 - 19:56
 0  2

হাতে গোনা কয়েকটা দিন বাকি গঙ্গাসাগর মেলার।তার আগে কাকদ্বীপ লট নম্বর এইটে তীর্থযাত্রীদের উপচে পড়া ভিড় প্রায় তিন কিলোমিটার লম্বা লাইন । আর এই লম্বা লাইনে যাত্রীদের দীর্ঘ সময় দাঁড়ানোর ফলেই তীর্থ যাত্রীদের মধ্যে বচসা ও হাতাহাতি হয় । ঘটনাটি ঘটেছে দক্ষিণ 24 পরগনা হারুড পয়েন্ট কোস্টাল থানার লট নম্বর এইট ভেসেল ঘাটে। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে কাকদ্বীপ হারুউড পয়েন্ট কোস্টাল থানার পুলিশ ও সিভিল ডিফেন্সে কর্মীরা এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে । স্থানীয় ও প্রশাসন সূত্রে জানা গিয়েছে,ভেসেল কম চলা এবং জল না থাকার কারণে তীর্থযাত্রীদের এমনই সমস্যার সম্মুখীন হতে হয়েছে। ভেসেল কর্তৃপক্ষ সূত্রে জানা যায়, মুড়িগঙ্গা নদীতে চলছে ড্রেজিংয়ে এর কাজ সেই কারণে ভেসেল কম রয়েছে। এর কারণেই এমনই সমস্যার সম্মুখীন হতে হয়েছে তীর্থযাত্রীদের। আশা করা যাচ্ছে গঙ্গাসাগর মেলার আগেই এই সমস্যার সমাধান হয়ে যাবে। গঙ্গাসাগর মেলার সময় পর্যাপ্ত পরিমাণে ভেসেল থাকবে। ড্রেজিং এর কাজ সুসম্পন্ন হলে ২৪ ঘন্টা ভেসেল পরিষেবা চালু থাকবে। এর ফলে আর সমস্যার মধ্যে পড়তে হবে না পুণ্যার্থীদের।উল্লেখ্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গত বুধবার নবান্নে বৈঠক করে জানিয়ে দিয়েছেন মেলা চলবে ৮ই জানুয়ারি থেকে ১৭ই জানুয়ারি পর্যন্ত। মেলায় যাতায়াতের জন্য পূর্ব রেল শিয়ালদা থেকে ৬৬ টি অতিরিক্ত ট্রেন চালাবে। প্রতিদিন ১৬ থেকে ১৭ টি অতিরিক্ত ট্রেন চলবে ক্যানিং নামখানা কাকদ্বীপ শাখায়। যাতায়াতের জন্য ২২৫০ টি অতিরিক্ত বাস রাখা হবে। মেলায় প্রাঙ্গণে থাকবে ১১৫০ টি ক্লোজ সার্কিট টিভি। তিরিশটি অ্যালার্ম বাটন, ৫০ টি ফায়ার ব্রিগেড গাড়ি, 32 টা ভেসেল গাড়ি পারাপারের জন্য থাকবে। ১০০টি লঞ্চ থাকবে যাতায়াতের জন্য ৭টি অস্থায়ী হাসপাতাল ৩০০ বেডর থাকবে। ১০ হাজার টয়লেট থাকবে পুরুষ ও মহিলাদের জন্য। বাংলা সহ ৮ টি ভাষায় তীর্থযাত্রীদের জন্য মাইকিং করা হবে। সমস্ত গাড়িতে একজন করে সাগর বন্ধু ভলেন্টিয়ার থাকবে যারা তীর্থযাত্রীদের সহায়তা করবে। #south24pargana #south24pargananews #kakdwip #gangasagar  @ubanglatvofficial 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow