South 24pgs : ম্যানগ্রোভের জঙ্গল বাঁচাতে বন দপ্তরের মাইকিং শুরু হয়েছে : U Bangla TV
South 24pgs : ম্যানগ্রোভের জঙ্গল বাঁচাতে বন দপ্তরের মাইকিং শুরু হয়েছে : U Bangla TV
ম্যানগ্রোভ কাটার অভিযোগ দায়ের করার পরেও একাধিক গাছ কাটার হলো, ম্যানগ্রোভের জঙ্গল বাঁচাতে বন দপ্তরের মাইকিং শুরু হয়েছে গ্রামে ।আবারো নতুন করে ম্যানগ্রোভ জঙ্গলে কাটা হল মোটা মোটা গাছ ঘটনাটি ঘটে কুলতলির গোপালগঞ্জ গ্রাম পঞ্চায়েতের ঢড়াবাগদা গ্রামের মাতলা নদীর চড়ে । প্রায় ৩ থেকে ৪ বিঘা জমির ম্যানগ্রোভ কাটা হয়। মাছের ভেড়ি তৈরি করার জন্য। পিয়ালির বিট অফিসার আবুজাফর মোল্লা অভিযোগ দায়ের করেন কুলতলী থানায়। ঘটনাস্থলে আসেন কুলতলি থানার ভারপ্রাপ্ত আধিকারিক অর্ধেন্দু শেখর দে সরকার ও বন দপ্তর। ১২ জনের নামে অভিযোগ দায়ের করে বনদপ্তর। পুলিশ ও বনদপ্তর এর আধিকারিকরা তদন্তের পর, আবারও নতুন করে ম্যানগ্রোভ জঙ্গলে কাটা হলো মোটা মোটা গাছ।ম্যানগ্রোভ জঙ্গল কাটার অভিযুক্তরা এখনো অধরা তার মধ্যে আবার নতুন করে গাছ কাটায় ক্ষুব্ধ এলাকাবাসী। বনদপ্তরের তরফ থেকে শুরু হয়েছে এলাকায় মাইকিং। #south24pargana #south24pargananews #banglanews #newstoday @ubanglatvofficial
What's Your Reaction?