Tripura : ওয়াটার পাম্পের নামে ঘোটালা : U Bangla TV
Tripura : ওয়াটার পাম্পের নামে ঘোটালা : U Bangla TV
জল জীবন মিশন প্রকল্পে ওয়াটার পাম্পের নামে ঘোটালার অভিযোগ করলেন মাধবপাড়া এলাকার জনগন!জল জীবন মিশন প্রকল্পের নামে চলছে ত্রিপুরার জনজাতি এলাকাগুলিতে আর্থিক ঘোটালা,এমনই অভিযোগ করে বললেন ত্রিপুরা মান্দাই আর. ডি.ব্লকের অন্তর্গত হারবাং এডিসি ভিলিজের মাধবপাড়া এলাকার জনগণ।শুক্রবার জলের দাবিতে বিক্ষোভ প্রদর্শন করে স্থানীয় জনগণরা।জানা যায়, ত্রিপুরা সরকারের জল জীবন মিশন প্রকল্পে ৩০.৬.২০২২ সালে ৫টি ওয়াটার পাম্পের কাজ সম্পূর্ণ হওয়ার কথা বলা হয়। যার খরচ দেখানো হয় ৪২ লক্ষ ৪৪ হাজার ৭৬২ টাকা।কিন্তু, স্থানীয় জনগণের অভিযোগ, এই এলাকায় মাত্র ৩টি ওয়াটার পাম্প করা হয়েছে এবং তাও বিভিন্ন দপ্তর বা সংস্থা থেকে। তাও আবার পুরোনো যে ওয়াটার পাম্প হাউসগুলি ছিল সেগুলি থেকে রং লাগিয়ে নতুন করা হয়েছে। প্রকৃতপক্ষে কোনো নতুন কাজ হয়নি। কিন্তু, এতকিছুর পরেও জলের দেখা নেই ত্রিপুরার বিভিন্ন উপজাতি এলাকা গুলিতে অভিযোগ সাধারণ জনগণের। হারবাং এডিসি ভিলেজের মাধবপাড়া এলাকায় প্রায় ১০০টি উপজাতি পরিবারের বসবাস।দীর্ঘদিন ধরে জলের সমস্যায় ভুগছে তারা। অবিলম্বে এলাকায় জলের ব্যবস্থা করার জন্য সংশ্লিষ্ট দপ্তর ও ত্রিপুরা সরকারের নিকট দাবি জানিয়েছেন হারবাং এডিসি ভিলেজের মাধবপাড়া এলাকার সমস্ত জনগন। #tripura #tripuranews #banglanews #newstoday @ubanglatvofficial
What's Your Reaction?