South 24Pargana : নদীর চর প্রভাব খাটিয়ে নিজের মায়ের নামে রেকর্ড করে নেওয়ার অভিযোগ : U Bangla TV

South 24Pargana : নদীর চর প্রভাব খাটিয়ে নিজের মায়ের নামে রেকর্ড করে নেওয়ার অভিযোগ : U Bangla TV

Jan 2, 2024 - 13:47
 0  2

ভূমি দপ্তরে চাকুরী করার প্রভাব খাটিয়ে প্রায় ৫৩ বিঘে নদীর চর নিজের মায়ের নামে রেকর্ড করে নেওয়ার অভিযোগ। এবার দক্ষিণ ২৪ পরগনা জেলার কাকদ্বীপ বিধানসভার রবীন্দ্র গ্রাম পঞ্চায়েত এলাকার গন্ড কাটা নদীর চর নিজের মায়ের নামে রেকর্ড করে নেওয়ার অভিযোগ সূর্যকান্ত নস্কর নামে এক ব্যক্তির বিরুদ্ধে। তবে এই অভিযোগ মিথ্যা বলে দাবি সূর্যকান্ত নস্করের। অভিযোগকারীরা জানায় নেতাজি গ্রাম পঞ্চায়েত এলাকার সূর্যকান্ত নস্কর নামে এক প্রভাবশালী ব্যক্তি বিগত দিনে বি এল আর ও অফিসের তহশীল দারের কাজ করতেন,হঠাৎ দেখা যায় গন্ডকাটা নদীর চরে মাঝেমধ্যেই ম্যানগ্রোভ কেটে দখল করছেন ।। প্রতিবাদ করতে গেলে তিনি জানান এ জায়গা তার মায়ের নামে। এলাকার লোকজন ভূমি দপ্তর সহ একাধিক প্রশাসনের কাছে এর বিরুদ্ধে অভিযোগ করেন, কিন্তু কোন সুরাহা না হওয়ায় শেষ পর্যন্ত নদীর চরে দাঁড়িয়ে তারা বিক্ষোভ শুরু করেন।। এলাকাবাসীদের দাবি, গন্ডকাটা নদীর যে স্রোত নাশি রয়েছে তার অপর পারে পাথরপ্রতিমা ব্লকে তারা ইতিমধ্যেই ম্যানগ্রোভ লাগিয়েছেন সবুজায়নের লক্ষ্যে, তাদের নদীর চর কি করে অপরের নামে রেকর্ড হয়? এলাকাবাসী চান কোন সরকারি কিছু গড়ে উঠুক অথবা এলাকার মানুষ যেমন ভাবে চরে মাছ ধরে জীবিকা নির্বাহ করছিল সেইভাবে করবেন। কিন্তু সূর্যকান্ত নস্কর বলেন, এই জায়গা তার মায়ের নামে। মালিকের কাছ থেকে কেনা ম্যাপেও এই জায়গা নদীর চর বলে উল্লেখ নেই। এই বিষয়ে বি এল আর ও জানান, সূর্যকান্ত নস্করকে নোটিশ দিয়ে ডাকা হয়েছে সমস্ত কাগজপত্র নিয়ে। #south24pargana #south24pargananews #banglanews #newstoday  @ubanglatvofficial 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow