South 24 Pgs : কড়া প্রশাসনিক নিরাপত্তা ব্যবস্থার মধ্যে চলছে পুনর্নির্বাচন

South 24 Pgs : কড়া প্রশাসনিক নিরাপত্তা ব্যবস্থার মধ্যে চলছে পুনর্নির্বাচন

Jul 10, 2023 - 14:36
 0  4

সোমবার পঞ্চায়েত ভোটের মোট ৬৯৬টি বুথে পুনর্নির্বাচন। সকাল ৭টা থেকে শুরু হবে ভোটগ্রহণ। প্রতি বুথে মোতায়েন থাকবে কেন্দ্রীয় বাহিনীর ৪জন করে জওয়ান। এদিকে সোমবার ভোটদানের হার ছিল প্রায় ৮১ শতাংশ। যদিও এর আগে ৮ জুলাইয়ের ভোটে প্রতি বুথে একজন করে কেন্দ্রীয় বাহিনীর জওয়ান এবং একজন রাজ্য পুলিসের জওয়ান ছিলেন। কিন্তু দক্ষিণ 24 পরগনার জেলার পুনরায় নির্বাচনের ক্ষেত্রে চিত্রটা অনেকটাই বদলে গিয়েছে। দক্ষিণ ২৪ পরগনার জেলার ৩৬ টি বুথে পুনরায় নির্বাচন হচ্ছে ।ডায়মন্ড হারবার ১ নম্বর ব্লকে ৮ টি বুথে,বিষ্ণুপুর ব্লকের ১টি বুথে, বাসন্তী ব্লকে৪ টি বুথে,গোসাবা ব্লকে ৫ টি বুথে, জয়নগর'১নম্বর ব্লকে ৪ টি বুথে,কুলতলী ব্লকে৩টি বুথে ,জয়নগর ২নম্বর ব্লকে ৩ টি বুথে , বারুইপুর ব্লকে১ টি বুথে,মথুরাপুর ২ ব্লকে ১টি বুথে, মন্দিরের বাজারে ২টি বুথে পুনরায় নির্বাচন হচ্ছে। মগরাহাট ১ নম্বর ব্লকে একটি জায়গায় পুনরায় নির্বাচন হচ্ছে আজ। সোমবার সকাল থেকে করা নিরাপত্তা চাদরে মুড়ে ফেলা হয়েছে গোটা এলাকার। সকাল থেকে রাজ্য পুলিশ ও কেন্দ্র পুলিশের বিশাল পুলিশবাহিনীতে পাহারা দিচ্ছে। অবাদ ও শান্তিপূর্ণ নির্বাচন করার ক্ষেত্রে বদ্ধপরিকর প্রশাসন। সকাল থেকেই বুথের সামনে ভোটারদের লম্বা লাইন। প্রশাসনিক এই নিরাপত্তা ব্যবস্থার দেখে খুশি স্থানীয় ভোটাররা। প্রশাসনের পক্ষ থেকে ভোটের ১০০ মিটারের মধ্যে কোন প্রকার জমায়েত করতে দেয়া হচ্ছে না। কেন এই বুথগুলিতে পুনরায় নির্বাচন হচ্ছে । কিবা ঘটেছিল শনিবার জেলাতে । কোথাও দেদার ছাপ্পা, কোথাও ব্যালট বাক্সে ঢেলে দেওয়া হয়েছে জল, কোথাও আবার ব্যালট বাক্স ভাসতে দেখা গেছে পুকুরে। ব্য়ালট জ্বালিয়ে দেওয়ার ছবিও সামনে এসেছে। এক এক জায়গায় ব্যালট বাক্স নিয়ে ছুটে বেরিয়ে যেতে দেখা গিয়েছে। বুথের মধ্যেই বোমাবাজির ঘটনা সামনে এসেছে। ভোট দিতে এসে ভোটারের মৃত্যুর খবরও সামনে এসেছে। এর জেরে শনিবার অর্থাৎ ৮ জুলাই, অনেক বুথেই হয়নি ভোটগ্রহণ। এরপরই ওই সমস্ত বুথে পুনর্নির্বাচনের দাবি তুলেছিল বিরোধীরা। এই প্রেক্ষাপটেই সোমবার অর্থাৎ ১০ জুলাই ফের ভোটগ্রহণ হবে কিছু বুথে। এখনো পর্যন্ত অবাধ ও শান্তিপূর্ণ ভোট হচ্ছে জেলাতে। কোন প্রকার অশান্তির খবর পাওয়া যায়নি এখনো পর্যন্ত। #breakingnews #newstoday #banglanews #panchayetelection2023 #today_breaking_news #south24pargana #westbengalnews  @ubanglatvofficial 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow