Jalpaiguri : জলপাইগুড়ি জেলার মোট ১৪ টি বুথে পুনঃনির্বাচন হচ্ছে
jalpaiguri-জলপাইগুড়ি-জেলার-মোট-১৪-টি-বুথে-পুনঃনির্বাচন-হচ্ছে
জলপাইগুড়ি জেলার মোট ১৪ টি বুথে পুনঃনির্বাচন হচ্ছে। ডুয়ার্সের নাগরাকাটা ব্লকের সুলকাপাড়া গ্রাম পঞ্চায়েতের খয়েরবাড়ি ১৯/১৮০ নম্বর বুথে পুনঃনির্বাচনের ভোটগ্রহণ প্রক্রিয়া শুরু হল। কেন্দ্রীয় বাহিনীর সাথে রাজ্য পুলিশের কড়া নিরাপত্তা বেষ্টনীতে শুরু হল ভোটগ্রহণ।
উল্লেখ্য নির্বাচনের দিন এই বুথে সিপিএম এবং তৃণমূলের মধ্যে ব্যাপক সংঘর্ষ হয়। সেই ঘটনায় মোট পাঁচজন আহত হয়েছিলেন। এরমধ্যে তৃণমূলের তিনজন এবং সিপিএমের দুইজন ছিলেন। রীতিমতো বুথের ভেতরে মারপিট শুরু হয়ে যায়। তৃণমূল অভিযোগ করেছিল সিপিএম ব্যালট লুট করে পালাচ্ছে। পরবর্তীতে বিশাল পুলিশ বাহিনী আসে এবং ভোট গ্রহণ বন্ধ থাকে।
দুদিন আগের সেই ভয়ানক পরিস্থিতি যাতে আবার সৃষ্টি না হয় সেই কারণে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে পাশাপাশি রাজ্য পুলিশের কর্মীরাও রয়েছেন।
#breakingnews #newstoday #banglanews #panchayetelection2023 #westbengal #jalpaiguri @ubanglatvofficial
What's Your Reaction?