South 24 Pgs : মোট ভোটার সংখ্যা থেকে দেড় গুণ বেশি ভোট পেয়ে জিতল তৃণমূলের প্রার্থী
South 24 Pgs : মোট ভোটার সংখ্যা থেকে দেড় গুণ বেশি ভোট পেয়ে জিতল তৃণমূলের প্রার্থী
সোনারপুরে বুথের মোট ভোটারের থেকে প্রায় দেড় গুন বেশি ভোট পেয়ে জিতে গেলেন তৃণমূল প্রার্থী। হাইকোর্টে মামলা করতে চলেছেন বিজেপি প্রার্থীরা।দক্ষিণ চব্বিশ পরগনার সোনারপুর ব্লকের প্রতাপনগর গ্রাম পঞ্চায়েতের একের পর এক বুথের ব্যালেট বক্সের ব্যালেট পেপারের হিসাব মিলছে না বলে অভিযোগ তুললেন বিরোধীরা। তার মধ্যে ২০১ এ ২০১ বি এই দুটি বুথের দুজন বিজেপি প্রার্থীর অভিযোগ বুথের যা মোট ভোটার তার চেয়ে প্রায় দেড় গুন এর মত ভোট কিভাবে বেশি পেয়ে জিতে গেল শাসকদলের প্রার্থী? তাই ওই বুথে পুনরায় ভোটের দাবি নিয়ে হাইকোর্টে মামলা করতে চলেছেন তারা। তাদের অভিযোগ তারা প্রথম জিতে গিয়েছিলেন।পরে তাদেরকে মেরে ধরে গণনা কেন্দ্র থেকে বের করে দেয়া হয়েছিল। পরে ঘোষণা নকরলো, ওই দুটি বুথতৃণমূল প্রার্থী বিজয়ী। প্রিসাইডিং অফিসারের ১৮ নম্বর ফর্মে দেওয়া আছে তাতে ২০১এ র বিজেপি প্রার্থী আলোমতি হালদার (সরদার) জানান তার বুথের ভোটার সংখ্যা হল ৭৪০, ভোট পড়েছে ৬০৬, সেখানে ওয়েবসাইটে দেখা যাচ্ছে তৃণমূল প্রার্থী ১০৮৬ ভোট পেয়ে জিতে গিয়েছেন। অন্যদিকে২০১বি বুথের বিজেপির প্রার্থী অষ্টম কুমার নস্কর জানান, তার বুথের ভোটার ৭২০ ভোট পড়েছে ৬১৪ সেখানে তৃণমূল প্রার্থী ১০৮৪ ভোট পেয়ে জিতে গেছে। এই দুই প্রার্থীর অভিযোগ তাদেরকে ইচ্ছাকৃতভাবে বাইরে থেকে ব্যালট পেপারে ছাপ মেরে ব্যালট বক্সে দিয়ে তৃণমূল প্রার্থীকে জিতিয়েছে। তাই তারা আদালতের শরণাপন্ন হবেন নতুন করে ভোটের দাবি নিয়ে। #breakingnews #newstoday #south24pargana #panchayatelection #tmc #newslive #banglanews @ubanglatvofficial
What's Your Reaction?