South 24 PGS : জৈব চাষে দেশের অন্যতম মুক্তির ২০ তম প্রতিষ্ঠা দিবস পালন : U Bangla TV
South 24 PGS : জৈব চাষে দেশের অন্যতম মুক্তির ২০ তম প্রতিষ্ঠা দিবস পালন : U Bangla TV
দক্ষিণ ২৪ পরগনা জেলার সুন্দরবনের রায়দিঘি বিধানসভার নগেন্দ্রপুরে বিশিষ্ট সমাজসেবী শংকর হালদারের হাত ধরে মুক্তিনামক একটি সংস্থার প্রতিষ্ঠিতা হয় ২০০৫ সালে, বর্তমানে সারা বিশ্বের বিভিন্ন দেশে সুনামের সঙ্গে উন্নয়নের কর্মকাণ্ড নিয়ে মানুষের পাশে দাঁড়িয়েছে। যার মধ্যে জৈব দিয়ে চাষ, মাছ চাষ মুক্তি কমিউনিটি ডেভেলপমেন্ট ফাউন্ড এর মধ্যে, পশু পাখি পালন, সুন্দরবনের নদী বাঁধ রক্ষায় পরিবেশ বান্ধব উপায়ে নতুন প্রযুক্তি,ঘূর্ণিঝড় প্রতিরোধ আবাসন প্রকল্প, ব্যাপক শিক্ষামূলক কর্মসূচি প্রভাবশালী স্বাস্থ্য উদ্যোগ সহ একাধিক প্রকল্প। উল্লেখ্য মুক্তি অলাভজনক সংস্থা সুন্দরবনের মানুষের সেবা করার জন্য নিবেদিত, একটি ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট, দুই দশকেরও বেশি সময় ধরে ইতিবাচক প্রভাব ফেলছে। শঙ্কর হালদার এবং এই অঞ্চলের একদল উৎসাহী তরুণ ব্যক্তিদের দ্বারা প্রতিষ্ঠিত,দক্ষিণ ২৪ পরগণার জয়নগর শিবনাথ শাস্ত্রী সদনে,সমন্বিত উন্নয়নের নীতিকে আলিঙ্গন করে, মুক্তি স্বাস্থ্য, শিক্ষা, কৃষি, জীবিকা, পরিবেশ, অধিকার এবং বিশেষ চাহিদা, সচেতনতা, সমন্বিত উন্নয়ন, এবং দুর্যোগ পুনরুদ্ধার সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা হয় #south24pargana #newstoday #banglanews @ubanglatvofficial
What's Your Reaction?