South 24 Pgs : গণনার রাতেও বোমা গুলির শব্দে কেঁপে উঠলো ভাঙ্গর
South 24 Pgs : গণনার রাতেও বোমা গুলির শব্দে কেঁপে উঠলো ভাঙ্গর
ভাঙ্গরে গতকাল রাতে গুলিতে নিহত হয়েছেন দুই ব্যক্তি। একজন হলেন হাসান আলী মোল্লা ২৭ বছর বয়স। অন্যজন রাজু মোল্লা ২৫ বছর বয়স। দুজনের বাড়ি ভাঙ্গ ড় দু নম্বর ব্লকের ভোগালী গ্রাম পঞ্চায়েত এলাকায়। রাজু কিছুটা মানসিক ভারসাম্যহীন বলে দাবি পরিবারের। দিদির বাড়িতে যাওয়ার পথে গুলিবিদ্ধ হয়েছিলেন সে। তার পিঠে গুলি লাগে। অন্যদিকে হাসান কাজ ছেড়ে বাড়িতে এসে গিয়েছিলেন গণনা কেন্দ্রের দিকে। আর সেখানে ই তার গুলি লাগে।
ভাঙড়ে আইএসএফ গুলিবিদ্ধ হয়ে আইএসএফ কর্মীর মৃত্যু*
থেকে উত্তপ্ত ভাঙড়। ভোট গণনার রাত থেকে অগ্নিগর্ভ হয় পরিস্থিতি। কাঁঠালিয়ায় গণনা কেন্দ্রের বাইরে পড়তে থাকে পরপর বোমা। রাতজুড়ে শুধু বোমাগুলির শব্দ। বোমার আঘাতে জখম অতিরিক্ত পুলিশ সুপার। জখম তাঁর দেহরক্ষীও। কাঁঠালিয়া স্কুলের পাশে একাধিক জায়গায় ছড়িয়ে-ছিটিয়ে পড়ে বোমা। থমথমে এলাকা। সকাল থেকেই ১৪৪ ধারা জারি ভাঙড়ে।ভাঙড়ের রাস্তায় এখনও পড়ে তাজা বোমা। পড়ে রয়েছে রক্ত। এলাকা থমথমে। মোতায়েন প্রচুর পুলিশ। পড়ে রয়েছে ভাঙচুর অবস্থায় থাকা পুলিশের গাড়ি।ভাঙড়ে রাজনৈতিক সংঘর্ষের বলি ১।ভাঙড়ে গুলিবিদ্ধ হয়ে মৃত্যু হয় এক আইএসএফ কর্মীর। মৃত আইএসএফ কর্মীর নাম হাসান আলি মোল্লা (২৬) আরজিকরে ভর্তি ছিলেন। সকালবেলা মৃত্যুর খবর আসে।ভাঙড়ে হিংসার ঘটনায় গ্রেফতার ১। স্থানীয় দের অভিযোগ,শওকত মোল্লা ও আরাবুল ইসলামের বিরুদ্ধে তীব্র ক্ষোভ উগরে দিয়ে বলেন, “আর নেওয়া যাচ্ছে না। আমরা শান্তি চাইছি। রাতে পুলিশ চলে যাওয়ার পর আরাবুল আর শওকতের দলবল এই সব করেছে। বোমা গুলি মুড়ি মুড়কির মতো করেছে।মৃতের শ্বশুর বলেন, “আইএসএফ জিতেছিল বলে ওরা আনন্দ করছিল। সেই সময় রাত্রিবেলা খবর আসে হাসানের গুলি লেগেছে। তৃণমূলের লোকজন ওকে গুলি করে।” মৃতের গর্ভবতী স্ত্রী বলেন, “আরাবুল-শওকতের লোকজন র্যাফের পোশাক পরে এসে ওকে গুলি করেছে। তিনজন এসেছিল। আরাবুলের ছেলেও এসেছিল। আমি ওদের শাস্তি চাই। আমার তিনটে বাচ্চাকে অনাথ করে দিল।” হাসানের ভাই বলেন, “একটা সইয়ের জন্য গিয়েছিলাম। আরাবুল-শওকতের নেতৃত্বে দলবল র্যাফের পোশাক পরে গুলি করেছে।” #breakingnews #newstoday #south24pargana #panchayatelection #westbengalnews @ubanglatvofficial
What's Your Reaction?