South 24 Parganas : আবাস যোজনার টাকা তছনছের অভিযোগ এক ব্যক্তির বিরুদ্ধে|
South 24 Parganas : আবাস যোজনার টাকা তছনছের অভিযোগ এক ব্যক্তির বিরুদ্ধে|
প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘর না করায় প্রশাসনের নোটিশ ঘর মালিকের হাতে। দক্ষিণ ২৪ পরগনা জেলার গঙ্গাসাগরের মহিষামারি এলাকায় ২০২০ সালে প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘর আসে পরেশ প্রামানিক নামে, এরপর প্রথম কিস্তির 60 হাজার টাকা পাওয়ার পরেও ঘর না করায় বিডিও অফিস থেকে পরপর তিনবার নোটিশ করা হয়। তাতেও কোন কিছু না হওয়ায় গঙ্গাসাগর কোস্টাল থানার পুলিশ প্রশাসনকে সঙ্গে নিয়ে পরেশ প্রামানিকের বাড়িতে আসে সাগরের বিডিও সহ প্রশাসনিক আধিকারিকরা। কিছু সময় জিজ্ঞাসাবাদ করে পরেশ প্রামানিক জানায় মেয়ের বিয়ের সময় জিনিস দেওয়ার কথা ছিল দিতে পারেনি ওই টাকা পাওয়ার পর জিনিস কিনে দেওয়া হয়েছে তাই ঘর করতে পারেনি সে । এরপর প্রশাসনের পক্ষ থেকে একটি নোটিশ দেওয়া হয় পাঁচ দিনের মধ্যে ঘরের কাজ শুরু করতে হবে না হলে প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে।
#south24parganas #gangasagar
What's Your Reaction?