Murshidabad : বহরমপুর শহরের পাতালেশ্বর মন্দির : U Bangla TV
Murshidabad : বহরমপুর শহরের পাতালেশ্বর মন্দির : U Bangla TV
সত্যম শিবম্ সুন্দরম, শিব হলো সত্য, শিব সৌন্দর্য। মহা শিবরাত্রি হল হিন্দু শৈব সম্প্রদায়ের একটি অতীব তাৎপর্যপূর্ণ এক ধর্মীয় আচার অনুষ্ঠান যা প্রতিটি মহিলারা করে থাকেন। সারা ভারত বর্ষ জুড়ে এর প্রচার সর্বাধিক। তাই শিবচতুর্দশীর দিনে, সকল মহিলারা এবং পুরুষেরাও উপবাস থেকে শিবরাত্রি উদযাপন করে থাকে। মহা শিবরাত্রি একটি উল্লেখযোগ্য হিন্দু উদযাপন। ভগবান শিবকে সম্মান করে এবং প্রতিবছর ফাল্গুন মাসের অন্ধকারে- এই মহা শিবরাত্রি উদযাপন করা হয়।।শিব ভক্তদের কাছে এই মাসটি উৎসবের চেয়ে কোনও অংশে কম নয়। শিবের আরাধনা করে তাঁর আশীর্বাদ লাভের চেষ্টা ও সুখ, শান্তি ও সমৃদ্ধিতে পরিপূর্ণ জীবন কাটানোর প্রার্থনা করেন সকলে। শিব পুরাণে এ ভাবেই জীবন কাটানোর পথ দেখানো হয়েছে। শিবরাত্রির উপবাস করলে ব্যক্তি ভোগ ও মোক্ষ উভয়ই লাভ করতে পারে। এর ফলে মহান পুণ্য পাওয়া যায়। পুণ্যকর্ম করলে ভাগ্যোদয় হয় এবং ব্যক্তি সুখ লাভ করতে পারে। আর ইতিমধ্যেই তারই প্রস্তুতি প্রতি বারের মতো শুরু হয়ে গেছে বেশ ধুমধাম এর সাথে মুর্শিদাবাদ জেলার সদর বহরমপুরের পাতালেশ্বর শিব মন্দিরে । আনুমানিক প্রায় ৩৫০ বছরের পুরনো এই মন্দির। এই মন্দিরের গর্ভ গৃহে প্রবেশ করতে হলে, প্রথমে ছয়টি সিড়ি উপরে উঠে হবো এবং পরবর্তীতে সাতটি সিঁড়ি ভেঙে নিচে নেমে বাবা পাতালেশ্বর দর্শন করা যায়। শিবরাত্রি উপলক্ষে এই মন্দিরে চলে দশ দিনব্যাপী অনুষ্ঠান, ও নরনারায়ণ সেবা। মুর্শিদাবাদ জেলার এই মন্দিরে শিবরাত্রি উপলক্ষে প্রায় লক্ষাদিক ভক্তের আগমন ঘটে বলেই জানিয়েছেন মন্দির কর্তৃপক্ষ। সেখানে দেখা যায় প্রস্তুতি একেবারেই তুঙ্গে।। এখানে কাল সকলে মহিলারা মিলে শিবের মাথায় জল ঢেলে তার পুজো করবেন। শুক্রবার শিবচতুর্দশী সময় লাগছে ৭টা ৫৬ মিনিট ৫৮ সেকেন্ডে এবং শনিবার প্রায় সারাদিনই থাকবে শেষ হবে ৫টা ৪১ মিনিট ৫৭ সেকেন্ডে।এবং দর্শনার্থীদের জন্য সারারাত মন্দিরের প্রবেশ দ্বার খোলা থাকবে। মন্দির কর্তৃপক্ষের বার্তা ধর্ম বর্ণ নির্বিশেষে সকল মানুষের জন্যই এই মন্দির খোলা থাকে, এই মন্দিরে ভক্তরা এসে পায় অপার শান্তি। শিবরাত্রি উপলক্ষে আপনিও আসতে পারেন মুর্শিদাবাদ জেলার সদর বহরমপুরের কাশিমবাজার পাতালেশ্বর শিব মন্দিরে। #murshidabad #murshidabadnews #banglanews #newstoday @ubanglatvofficial
What's Your Reaction?