South 24 Pargana : সুন্দরবনের মধু সংগ্রহের বৈধ পাস মিলছে : U Bangla TV
South 24 Pargana : সুন্দরবনের মধু সংগ্রহের বৈধ পাস মিলছে : U Bangla TV
বুধবার থেকে দক্ষিণ ২৪-পরগনা বন বিভাগের কুলতলি বিট অফিস থেকে এই বছরের জন্য মধুর বিএলসি ইস্যু করা শুরু হয়েছে। মোট ৪৩০ জন সদস্য ৯১ টি দলে রয়েছে যারা সুন্দরবন থেকে মধু সংগ্রহ করতে পারবে । বনদপ্তর এর পক্ষ থেকে যে সমস্ত মৌলেরা সুন্দরবনে মধু সংগ্রহ করতে যাচ্ছেন তাদের বিএলসি মাস্ক, স্যানিটাইজার, গ্লাভস এবং ২ লক্ষ টাকার জীবন বীমা প্রদান করা হয়েছে । এ বছর সংগ্রহের লক্ষ্যমাত্রা ১০ মেট্রিক টন মধু। গত বছর উৎপাদন ছিল ১৭ মেট্রিক টন মধু। এ বছর এ গ্রেডের মধু সংগ্রহের হার ৩০০ টাকা/ কেজি দরে পাবে মৌলেরা। বি গ্রেড ২৬৫ টাকা প্রতি কেজি দরে পাবেন তারা। । দক্ষিণ চব্বিশ পরগনা বনদপ্তর এলাকা থেকে বিগত বছরে বাংলাদেশি চোরা শিকারীরা যেভাবে মৌলাদের মধু এবং তাদের প্রয়োজনীয় জিনিসপত্র চুরি ছিনতাই করে নিয়েছিল।এবছর এমন ঘটনা যাতে না ঘটে তারই যথাযথ ব্যবস্থা গ্রহণ করেছেন বনদপ্তর । সুন্দরবনের জঙ্গলে অসামাজিক কর্মকাণ্ড রুখতে কড়া পদক্ষেপ গ্রহণ করেছে দক্ষিণ চব্বিশ পরগনা বনদপ্তর। আধিকারিক মিলন কান্তি মন্ডল এর কথায় উঠে এলো বিশেষ করে যারা মধু সংগ্রহ করতে যায় এই সমস্ত মৌলের কোনরূপ সমস্যায় যাতে না পড়ে তার যথাযথ ব্যবস্থা গ্রহণ করছেন বনদপ্তর।
#south24pargana #south24pargananews #banglanews #newstoday @ubanglatvofficial
What's Your Reaction?