বাংলার আকাশে দুর্যোগের মেঘ, বঙ্গোপসাগরের ঘনীভূত হচ্ছে ঘূর্ণিঝড় মোচা | U Bangla TV

May 5, 2023 - 18:22
 0  2

মোখা মোকা বা মোচা। এই ঘূর্ণিঝড় নিয়ে ইতিমধ্যেই বহু আলাপ আলোচনা হয়েছে। নাম নিয়ে এর বিস্তর একটা দ্বন্দ্ব রয়েছে। তাই জানিয়ে রাখি এই ঘূর্ণিঝড়ের নাম যেহেতু দিয়েছে, ইয়েমেন। তাই তাদের একটি যুদ্ধ বিধ্বস্ত শহরের নাম মোখা। আরবি উচ্চারণ হিসেবে এর নাম মোখা তবে ইতিমধ্যেই আমরা একে বোকা বা বাঙালিরা বিশেষত মোচা হিসেবে চিনেছি। 

আগামীকাল অর্থাৎ ৬ তারিখ বঙ্গোপসাগরের বুকে তৈরি হতে চলেছে এই ঘূর্ণিঝড় তৈরি হবে।
৭ তারিখ আমরা সুস্পষ্টভাবে বঙ্গোপসাগরের বুকেই ঘূর্ণাবর্তকে দেখতে পাবো।
৮ তারিখে নিম্নচাপ তৈরি
৯ তারিখে ঘূর্ণিঝড় তৈরি হওয়ার পূর্ব মুহূর্ত জ্বলবে।
খুব সম্ভবত ১০ তারিখ নাগাদ এই ঘূর্ণিঝড় হয়ে যেতে পারে।
১১ তারিখে ঘূর্ণিঝড় দাপটের সাথে এগিয়ে যাবে।
এবং তার প্রতিবেশ থাকবে প্রায় ১০০ কিলোমিটার।
১২ তারিখ নাগাদ এই ঘূর্ণিঝড় অবস্থান করবে বাংলাদেশ ও মায়ানমারের কাছাকাছি। এর মধ্যেই পশ্চিমবঙ্গ বাংলাদেশ এমনকি উড়িষ্যতে। 
১২ তারিখে মায়ানমারের কাছাকাছি ল্যান্ড ফল হতে দেখতে পাওয়া যাচ্ছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow