South 24 Pargana : "কত রঙ্গ দেখব মহি মন্ডলে "
South 24 Pargana : "কত রঙ্গ দেখব মহি মন্ডলে "
হাস্যকর হলেও সত্যি! এবার বিজেপি দেয়াল লিখনে নাম নাই দলের পঞ্চায়েত সমিতির প্রার্থীর, আর পার্থি নিজেই ব্লকের কনভেনার, যিনি কিনা টিকিট দিয়েছেন সবাইকে।আর তার নাম নাই দেয়ালে সাংবাদিক পেয়ে ক্ষোভ উগরে দিলেন দলের বিরুদ্ধে সিরাজউদ্দিন পাইক।ঘটনাটি দক্ষিণ 24 পরগনা জেলার পাথরপ্রতিমা ব্লকের দক্ষিণ রায়পুর গ্রাম পঞ্চায়েতের 6 নম্বর পঞ্চায়েত সমিতির। তবে এই বিষয়ে আইএসএফ এর প্রার্থী ডাক্তার সুলতান বৈদ্যের দাবি ভুলবশত বিজেপি কর্মীরা লিখেছে, দেয়ালটি ইতিমধ্যে মুছে দিতে বলা হয়েছে। এলাকাবাসীর দাবি দেয়াল লেখায় ভুল হয়েছে কিন্তু যে ব্যানার গুলো ছাপানো হয়েছে সেখানেও কি করে তার নাম এলো। তবে এই বিষয়ে শাসক দলের লোকজন ব্যাপারটাকে মজার ছলে নিচ্ছে না, তাদের দাবি ভিতরে ভিতরে আইএসএফ এর সঙ্গে বিজেপির আঁতাত রয়েছে সেটা প্রকাশ্যে আসায় এলাকার মানুষজন বিজেপির চালাকি ধরতে পারবে। এই মন্তব্য করেন দক্ষিণ রায়পুর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান বর্তমান পঞ্চায়েত সমিতির প্রার্থী রুহুল কুদ্দুস গায়েন। বিজেপির মথুরাপুর সাংগঠনিক জেলার সদস্য মোজাম্মেল রাজ বলেন এ বিষয়ে তার জানা নেই তিনি ব্যস্ত, তার মেয়ে জেলা পরিষদে দাঁড়িয়েছে তাকে নিয়ে। আরো কত কি অপেক্ষা করছে তা ভবিষ্যৎ বলবে।
#newstoday #banglanews #news #patharpratima #south24pargananews #panchayatelection #isf #bjp
What's Your Reaction?